আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায়

প্রিয় পাঠক মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমরা অনেকেই আল্লাহর ৯৯ নাম বাংলায় জানতে চাই। আমাদের সকলের জানার সুবিধার্থে আজকে আমরা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত নিয়ে হাজির হয়েছি।
আমাদের আজকের আলোচনাটি মনোযোগ সহকারে পড়লে আপনি আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত সম্পর্কে জানতে পারবেন এর পাশাপাশি এক নজরে আল্লাহর ৯৯ নামের তালিকা ও পেয়ে যাবেন। তাই আশা করব আমাদের আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায়

হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, আল্লাহ তা'আলার আসমায়ে হুসনা (গুণবাচক নামসমূহ) হলো মোট ৯৯ টি । আল্লাহ তা'আলা তোমাদেরকে এ সকল নামের মাধ্যমে তাঁর নিকট দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন। যে ব্যক্তি আল্লাহ তা'আলার এ গুণবাচক ৯৯ টি নাম মুখস্থ করে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি আল্লাহ তা'আলার এ গুণবাচক ৯৯ টি নাম মুখস্থ করবে এবং সর্বদা পড়বে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে।
আল্লাহ তা'আলা তাঁর গুণবাচক নাম সমূহ সম্পর্কে বর্ণনা দিয়ে কুরআন মাজীদে ইরশাদ করেছেন -
**ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদূনা ফী আসমাইহী ।**
অর্থ : আল্লাহ তা'আলার অনেক সুন্দর নাম আছে, তোমরা তাঁকে সে সব নামেই ডাকো এবং যারা তাঁর নাম বিকৃতি করে তাদেরকে পরিত্যাগ করো । (সূরা আ'রাফ : ১৮০)

এক নজরে আল্লাহর ৯৯ নাম বাংলায়

  1. আল্লাহু = আল্লাহ তা'আলার জাতি (সত্তাগত) নাম ।
  2. আর রাহমানু = আল্লাহর এই নামের অর্থ = দয়াময়, করুণাময় ।
  3. আর রাহীমু = আল্লাহর এই নামের অর্থ = দয়ালু।
  4. আল- আযীযু = আল্লাহর এই নামের অর্থ = পরাক্রমশালী।
  5. আল-জাব্বারু = আল্লাহর এই নামের অর্থ = ক্ষমতাশালী
  6. আল-মুতাকাব্বিরু = আল্লাহর এই নামের অর্থ = গৌরবান্বিত, গৌরবশীল ।
  7. আল-কুদদূস = আল্লাহর এই নামের অর্থ = পবিত্র ।
  8. আল-মুসাওবিরু = আল্লাহর এই নামের অর্থ = আকৃতি গঠনকারী
  9. আল-বারিউ = আল্লাহর এই নামের অর্থ = সৃষ্টিকর্তা, মুক্তিদাতা।
  10. আল মালিকু = আল্লাহর এই নামের অর্থ = অধিপতি , বাদশাহ
  11. আস সালামু = আল্লাহর এই নামের অর্থ = শান্তিদাতা ।
  12. আল্-কাহ্হারু = আল্লাহর এই নামের অর্থ = মহা পরাক্রমশালী।
  13. আর-রাযযাকু = আল্লাহর এই নামের অর্থ = রিজিকদাতা, অন্নদানকারী।
  14. আল-ফাত্তাহু = আল্লাহর এই নামের অর্থ = বিজয়দাতা
  15. আল-বাসিতু = আল্লাহর এই নামের অর্থ = সম্প্রসারণকারী, প্রসারকারী।
  16. আল-আলীমু = আল্লাহর এই নামের অর্থ = মহাজ্ঞানী, সর্বজ্ঞ।
  17. আল-ক্বাবিদু = আল্লাহর এই নামের অর্থ = আয়ত্তকারী।
  18. আর-রাফিউ = আল্লাহর এই নামের অর্থ = উন্নতি দানকারী
  19. আল-মু'ইযযু = আল্লাহর এই নামের অর্থ = সম্মান দানকারী, ইজ্জত দানকারী
  20. আল-মুযিললু = আল্লাহর এই নামের অর্থ = অপমান দানকারী ।
  21. আল-লাতীফু = আল্লাহর এই নামের অর্থ = সূক্ষ্মদর্শী।
  22. আল-খাবীরু = আল্লাহর এই নামের অর্থ = সর্বজ্ঞানী ।
  23. আস- সামীউ = আল্লাহর এই নামের অর্থ = শ্রবণকারী
  24. আল-বাসীরু = আল্লাহর এই নামের অর্থ = সর্বদর্শী, প্রদর্শনকারী ।
  25. আল-গাফ্ফারু = আল্লাহর এই নামের অর্থ = গুনাহ্ ক্ষমাকারী
  26. আল-ওয়াহ্হাবু = আল্লাহর এই নামের অর্থ = দাতা, পুরস্কার দানকারী
  27. আল-হালীমু = আল্লাহর এই নামের অর্থ = ধৈর্যশীল ।
  28. আল-গাফূরু = আল্লাহর এই নামের অর্থ = ক্ষমাশীল ।
  29. আল-আযীমু = আল্লাহর এই নামের অর্থ = মহান, মহান উন্নত ।
  30. আল-হাফীযু = আল্লাহর এই নামের অর্থ = রক্ষাকর্তা, রক্ষাকারী ।
  31. আল-মুকীতু = আল্লাহর এই নামের অর্থ = আহার দানকারী, শক্তি দানকারী।
  32. আশ-শাকূরু = আল্লাহর এই নামের অর্থ = কৃতজ্ঞতা পছন্দকারী ।
  33. আল-আলিয়্যু = আল্লাহর এই নামের অর্থ = সুউচ্চ, উন্নত ।
  34. আল-কাবীরু = আল্লাহর এই নামের অর্থ = বড়, গৌরবান্বিত, বৃহত্তম ।
  35. আল-হাসীবু = আল্লাহর এই নামের অর্থ = হিসাব গ্রহণকারী ।
  36. আল-মাজীদু = আল্লাহর এই নামের অর্থ = বুজুর্গ ওয়ালা, গৌরবময়।
  37. আল-বাইসু = আল্লাহর এই নামের অর্থ = পুনরুত্থানকারী, পুনর্জীবনদাতা ।
  38. আশ-শাহীদু = আল্লাহর এই নামের অর্থ = সর্বদা বিদ্যমান, সাক্ষাৎদাতা।
  39. আর-রাক্বীবু = আল্লাহর এই নামের অর্থ = নিরীক্ষণকারী, পাহারাদার ।
  40. আল-মুজীবু = আল্লাহর এই নামের অর্থ = দোয়া কবুলকারী
  41. আল-জালীলু = আল্লাহর এই নামের অর্থ = মহিমান্বিত, প্রভাবশালী ।
  42. আল-কারীমু = আল্লাহর এই নামের অর্থ = অনুগ্রহকারী, সম্মানী ।
  43. আল-ওয়াসিউ = আল্লাহর এই নামের অর্থ = অসীম, প্রশান্তদাতা ।
  44. আল-হাকীমু = আল্লাহর এই নামের অর্থ = হিকমতওয়ালা, সুবিচারক।
  45. আল-ওয়াদুদু = আল্লাহর এই নামের অর্থ = শ্রেষ্ঠ বন্ধু
  46. আল-কাবিয়্যু = আল্লাহর এই নামের অর্থ = শক্তিশালী
  47. আল-মাতীনু = আল্লাহর এই নামের অর্থ = অটল ।
  48. আল-হাককু = আল্লাহর এই নামের অর্থ = সত্য
  49. আল-ওয়াকীলু = আল্লাহর এই নামের অর্থ = কার্যকারক
  50. আল-হামীদু = আল্লাহর এই নামের অর্থ = প্রশংসিত।
  51. আল-মুহসী = আল্লাহর এই নামের অর্থ = বেষ্টনকারী ও গণনাকারী।
  52. আল-ওয়ালিয়্যু = আল্লাহর এই নামের অর্থ = বন্ধু, আভিভাবক, সাহায্যকারী
  53. আল-মুমীতু = আল্লাহর এই নামের অর্থ = মৃত্যুদাতা ।
  54. আল-মুবদিয়ু = আল্লাহর এই নামের অর্থ = আদি সৃষ্টিকারী ।
  55. আল-মুঈদু = আল্লাহর এই নামের অর্থ = পুনরায় সৃষ্টিকারী
  56. আল-মাজিদু = আল্লাহর এই নামের অর্থ = গৌরবময়।
  57. আল-ওয়াজিদু = আল্লাহর এই নামের অর্থ = অস্তিত্ব দানকারী ।
  58. আল-হাইয়্যু = আল্লাহর এই নামের অর্থ = চিরঞ্জীব।
  59. আল-ক্বাইয়্যূমু = আল্লাহর এই নামের অর্থ = চিরস্থায়ী ।
  60. আল-আখিরু = আল্লাহর এই নামের অর্থ = অনন্ত ।
  61. আয্-যাহিরু = আল্লাহর এই নামের অর্থ = প্রকাশ্য।
  62. আল-মুকাদ্দিমু = আল্লাহর এই নামের অর্থ = অগ্রগামী, অগ্রসরকারী ।
  63. আল-মুআখখিরু = আল্লাহর এই নামের অর্থ = অবনতিদাতা
  64. আল-আউওয়ালু = আল্লাহর এই নামের অর্থ = অনাদি, সর্বপ্রথম।
  65. আল-ওয়াহিদু = আল্লাহর এই নামের অর্থ = একক, অদ্বিতীয়
  66. আল-ক্বাদিরু = আল্লাহর এই নামের অর্থ = শক্তিশালী
  67. আল-মুকতাদিরু = আল্লাহর এই নামের অর্থ = ক্ষমতাশালী, শক্তির আধার ।
  68. আস-সামাদু = আল্লাহর এই নামের অর্থ = অমুখাপেক্ষী, অভাবহীন।
  69. আল-আফুওউ = আল্লাহর এই নামের অর্থ = ক্ষমাকারী
  70. আর-রাউফু = আল্লাহর এই নামের অর্থ = স্নেহপরায়ণ, কৃপাশীল ।
  71. মালিকুল মুলকি = আল্লাহর এই নামের অর্থ = সমগ্র পৃথিবীর মালিক, বিশ্ব অধিপতি ।
  72. আত-তাওয়াবু = আল্লাহর এই নামের অর্থ = তওবা কবুলকারী।
  73. আল-মুনতাক্বিমু = আল্লাহর এই নামের অর্থ = অপরাধীর শাস্তি বিধানকারী, প্রতিশোধ গ্রহণকারী ।
  74. আল - মুতা'আলি = আল্লাহর এই নামের অর্থ = উচ্চ হতে উচ্চ, মহান অধিপতি।
  75. আল-বাররু = আল্লাহর এই নামের অর্থ = পরম উপকারী, শান্তি ও মঙ্গলদাতা ।
  76. আল-বাত্বি = আল্লাহর এই নামের অর্থ = অপ্রকাশ্য , অদৃশ্য
  77. আল-ওয়ালী = আল্লাহর এই নামের অর্থ = মালিক, কর্তা।
  78. আল-মুগনী = আল্লাহর এই নামের অর্থ = সম্পদ দানকারী, অভাব দূরকারী।
  79. আল-মানিউ = আল্লাহর এই নামের অর্থ = প্রতিরোধক, নিবারক
  80. আয-যাররু = আল্লাহর এই নামের অর্থ = ক্ষতিগ্রস্ত করার মালিক, বিপদ প্রদানকারী।
  81. আল-গানিয়্যু = আল্লাহর এই নামের অর্থ = ধনী, সম্পদশালী ।
  82. আল-মুকসিতু = আল্লাহর এই নামের অর্থ = ন্যায় বিচারকারী
  83. আল-জামিউ = আল্লাহর এই নামের অর্থ = সকলকে একত্রকারী ।
  84. যুল জালালি ওয়াল ইকরাম = আল্লাহর এই নামের অর্থ = প্রতিপত্তিশালী এবং সম্মান ও প্রতিপত্তি দানকারী।
  85. আর-রাশীদু = আল্লাহর এই নামের অর্থ = সৎপথ প্রদর্শক ।
  86. আস্-সাবুরু = আল্লাহর এই নামের অর্থ = সহনশীল, ধৈর্যশীল ।
  87. আল-ওয়ারিসু = আল্লাহর এই নামের অর্থ = সকলের উত্তরাধিকারী, স্বত্বাধিকারী ।
  88. আন্-নাফিউ = আল্লাহর এই নামের অর্থ = লাভবান করার মালিক, সুফল দানকারী ।
  89. আন - নূরু = আল্লাহর এই নামের অর্থ = জ্যোতির্ময়
  90. আল-হাদী = আল্লাহর এই নামের অর্থ = হিদায়েত দানকারী, পথ প্রদর্শক
  91. আল-বাদীউ = আল্লাহর এই নামের অর্থ = নমুনা ছাড়া সৃষ্টিকারী, প্রথম সৃষ্টিকারী।
  92. আল-বাক্বী = আল্লাহর এই নামের অর্থ = চিরস্থায়ী, অনন্ত ।
  93. আল-খালিক = আল্লাহর এই নামের অর্থ = সৃষ্টিকারী।
  94. আস্ - সাত্তারু = আল্লাহর এই নামের অর্থ = দোষ গোপনকারী ।
  95. আল-আহাদু = আল্লাহর এই নামের অর্থ = একক।
  96. আল-মুহাইমিনু = আল্লাহর এই নামের অর্থ = সত্য স্বাক্ষী।
  97. আল-মুইযু = আল্লাহর এই নামের অর্থ = জীবনদাতা
  98. আল-মু‘তিয়ু = আল্লাহর এই নামের অর্থ = দানকারী ।
  99. আল-মুনইমু = আল্লাহর এই নামের অর্থ = নিয়ামত দানকারী।

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত 

১. আল্লাহু --- আল্লাহ তা'আলার জাতি (সত্তাগত) নাম 

ফজিলত ও আমল : বর্ণিত আছে যে, যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যহ ৪৩৫৬ বার করে একাধারে ৪০ দিন পর্যন্ত জিকির করবে আল্লাহ তা'আলা তার মনের সমস্ত বাসনা পূর্ণ করে দেবেন। কিন্তু এ আমলের জন্য শর্ত হচ্ছে- এ আমল দ্বারা ফল অর্জিত হওয়ার পর সর্বদা ফকির মিসকিনদেরকে দান-খয়রাত করতে হবে, অন্যথা এ আমলের ফজিলত ও ফল বলবৎ থাকবে না ।

আরো বর্ণিত আছে, যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রতিদিন ১০০০ বার পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে পূর্ণ একিন ও বিশ্বাস দান করবেন। যে ব্যক্তি শুক্রবার জুমার নামাজের পূর্বে পাক-পবিত্র হয়ে এ নামটি নির্জনে ২০০ বার পাঠ করবে, আল্লাহ তা'আলা তার আশা পূর্ণ করবেন। 

যত বড় কঠিন কাজই হোকনা কেন তার জন্য তা সহজ হয়ে যাবে। যদি কোনো দুরারোগ্য রোগীর চিকিৎসা করে ডাক্তার পর্যন্ত নিরাশ হয়ে যায়, এমন রোগীর ওপর এ ইসমটি পাঠ করে দম করলে যদি তার মৃত্যু উপস্থিত না হয়ে থাকে, তবে আল্লাহ তা'আলার হুকুমে সে আরোগ্য লাভ করবে।

২. আর রাহমানু --- দয়াময়, করুণাময় 

ফজিলত ও আমল : তাফসীর গ্রন্থে বর্ণিত আছে, আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বিসমিল্লাহ সহকারে সর্বপ্রথম দুনিয়াতে প্রচারিত হয় ।আরো বর্ণিত আছে, আল্লাহ তা'আলার পবিত্র এ নামটি যে ব্যক্তি প্রত্যহ নামাজের পর ১০০ বার করে পাঠ করবে তার মনের সর্বপ্রকার অলসতা ও  ভুল-ভ্রান্তি দূর হয়ে যাবে। 
এ নামটি অধিক সংখ্যায় পাঠ করলে যাবতীয় অসৎ কাজ হতে হেফাজত থাকা যাবে। আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি মেশক জাফরান দ্বারা কোনো চরিত্রহীন লোকের ঘরে হেফাজত করে রাখলে তার মধ্যে লজ্জাশীলতা আসবে এবং দরিদ্রতা দূর হবে ।

৩. আর রাহীমু --- দয়ালু

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ নামটি যে ব্যক্তি প্রতিদিন সকল নামাজের পর ১০০বার পাঠ করবে সে সর্বপ্রকার পার্থিব বালা-মসিবত হতে হেফাজতে থাকবে এবং সকলে তার ওপর সদয় হবে । অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি এ নামটি ১০০বার করে পাঠ করবে তার হৃদয়ে কোমলতা ও নম্রতা জাগ্রত হবে। 

কারো কাজ অসুন্দর হবার আশঙ্কা থাকলে 'আর রাহীমু' বেশি বেশি করে পাঠ করলে ঐ আশঙ্কা দূর হয়ে যাবে। তা ছাড়া উক্ত নামটি লেখে পানি দ্বারা ধৌত করত সে পানি কোনো বৃক্ষের শিকড়ে ঢেলে দিলে তাতে প্রচুর ফল ফলবে। 

৪ . আল- আযীযু --- পরাক্রমশালী

ফজিলত ও আমলঃ  যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যহ ৪১ বার করে লাগাতার ৪০ দিন পাঠ করবে; আর এক বর্ণনায় আছে, আর যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত এ নামটি ১০০ বার করে পাঠ করবে, আল্লাহ তা'আলা তাকে ধনবান বানিয়ে দেবেন, তার ইজ্জত-সম্মান বৃদ্ধি পাবে এবং সে কারো নিকট মুখাপেক্ষী হবে না ।

৫ . আল-জাব্বারু --- ক্ষমতাশালী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা ২২৬ বার করে পাঠ করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ অত্যাচারীদের অত্যাচার ও ক্রোধ হতে নিরাপদে থাকবে। কেউ যদি এ নামটি আংটির পাথরের মধ্যে খোদাই করে লেখে ঐ আংটি হাতের অঙ্গুলিতে ব্যবহার করে, তবে সে যেখানেই গমন করুক না কেন লোকে তাকে সম্মান করবে। আর যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যহ ২৩৭ বার পাঠ করবে সে ব্যক্তি আল্লাহ তা'আলার রহমতে সব ধরনের বিপদাপদ হতে রক্ষা পাবে ।

৬. আল-মুতাকাব্বিরু --- গৌরবান্বিত, গৌরবশীল 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি কেউ অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তা'আলা তাকে সম্মান ও মহত্ত্ব দান করবেন এবং কোনো কাজের শুরুতে এটা অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তা'আলা চাহেন তো ঐ কাজে সফল হবে।

 তা ছাড়া বাসর রাতে স্ত্রী সহবাসের পূর্বক্ষণে এ নাম ১০ বার পাঠ করলে আল্লাহর রহমতে সে ব্যক্তি নেক পুত্র-সন্তান লাভ করবে। যে ব্যক্তি নিদ্রা যাওয়ার পূর্বে অজু করত পাক-পবিত্র অবস্থায় ২১বার এ নাম পাঠ করে নিদ্রা যাবে সে কখনো ভীতিপ্রদ স্বপ্ন দেখবে না। আর যদিও দেখে তাহলেও কোনোরূপ ভয় অনুভব করবে না। 
আর যে ব্যক্তি বাসর ঘরে যাওয়ার সময় এ পবিত্র নামটি পড়বে বা পড়তে পড়তে যাবে, তার স্ত্রী সব সময়ই তার অনুগত থাকবে। আর এক বর্ণনায় আছে, যে ব্যক্তি এ পবিত্র নামটি বিবাহের প্রথম মিলন রজনীতে এবং যে কোনো দিন ১০০ বার পাঠ করে স্ত্রী সহবাস করবে তার চরিত্রবান ও ভাগ্যবান সন্তান ভূমিষ্ঠ হবে।

৭. আল-কুদদূস --- পবিত্র 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন দুপুরের পর অধিক সংখ্যায় পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার অন্তর আধ্যাত্মিক রোগমুক্ত থাকবে। সন্তান গর্ভে ধারণের দিন হতে প্রত্যহ এ পবিত্র নামটি ৪১ বার পাঠ করে দুগ্ধ অথবা পানিতে দম করে গর্ভবতীকে পান করালে তার গর্ভে নেক সন্তান জন্ম গ্রহণ করবে। 

আর জুমার নামাজের পরে এ পবিত্র নামটি ১৮৫ বার পাঠ করে ভাত অথবা রুটিতে ফুঁক দিয়ে খেলে আল্লাহ তা'আলার ইবাদতে মন আকৃষ্ট হবে, খারাপ স্বভাব দূর হবে এবং সকল প্রকার বিপদ হতে মুক্ত থাকবে। আর এ পাক নামটি মাগরিব ও ফজর নামাজের পর ১১ বার পাঠ করলে যে কোন যৌনব্যাধি হতে রক্ষা পাওয়া যায় ।

৮. আল-মুসাওবিরু --- আকৃতি গঠনকারী

ফজিলত ও আমল : যে স্ত্রীলোকের গর্ভ সঞ্চার হয় না বা হলেও তার সন্তান টিকে না বরং নষ্ট হয়ে যায়, এরূপ স্ত্রীলোক একাধারে সাতদিন রোজা রাখবে এবং প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ২১ বার পাঠ করে পানিতে দম করত ঐ পানি দ্বারা ইফতার করবে।

 এ আমলের বরকতে আল্লাহ তা'আলার রহমতে উক্ত মহিলার গর্ভ সঞ্চার ও সন্তানের হেফাজত হবে। উক্ত নাম পাঠ করার পূর্বে ও পরে ১১ বার করে নিম্নোক্ত দরুদ শরীফ পাঠ করবে:
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি আদাদা মা আমিলতা ওয়া যিনাতা মা আমিলতা ওয়া মিলআ মা আমিলতা ।

৯. আল-বারিউ --- সৃষ্টিকর্তা, মুক্তিদাতা

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি অধিক পাঠ করলে নতুন কোনো বস্তু আবিষ্কার করা সহজসাধ্য হয়। বন্ধ্যা স্ত্রীলোক সাতদিন পর্যন্ত রোজা রেখে প্রতিদিন পানি দ্বারা ইফতার করার পর 'আল- বারিউল মুসাওবিরু' ২১ বার পাঠ করলে আল্লাহ তা'আলা চাহেন তো সে স্ত্রীলোক গর্ভবতী হবে এবং সন্তান জন্মদানে সক্ষম হবে। আর এ পাক নামটি প্রত্যহ ৭ বার করে পাঠ করলে কবর আজাব হতে মুক্তি পাওয়া যায় ।

১০. আল মালিকু --- অধিপতি , বাদশাহ

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি ঠিক দ্বি-প্রহরের সময় ১২০০ বার পাঠ করবে আল্লাহ তা'আলা তার মনকে পরিষ্কার করে দেবেন এবং তাকে অগাধ সম্পদ দান করবেন। আর এ পবিত্র নামটি সর্বদা পাঠ করলে রাজার রাজত্ব অক্ষুণ্ণ থাকবে। 
সাধারণ লোক পড়লে অন্য লোক তার বাধ্য ও অনুগত হবে। মানসম্মান বৃদ্ধির জন্য এ পবিত্র নামের জিকির বহু পরীক্ষিত। আর এ পবিত্র নামটি দৈনিক সূর্যাস্তের সময় ৩৩০ বার পাঠ করলে আল্লাহ তা'আলা মনের মলিনতা দূর করে দেন এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহসমূহ মাফ করে দেন। 

আর যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যহ ৬২০ বার পাঠ করবে আল্লাহ তা'আলা তার আর্থিক অভাব-অনটন দূর করে দেন

১১. আস সালামু --- শান্তিদাতা 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ মোবারক নামটি যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে, ইনশাআল্লাহ সে ব্যক্তি সকল প্রকার বালা-মসিবত হতে নিরাপদ থাকবে। তা ছাড়া কোনো রোগীর পাশে বসে দু' হাত উঠিয়ে উক্ত নামটি ১৩৩ বার যদি এমন উচ্চৈঃস্বরে পাঠ করা হয় যে, রোগী শুনতে পায়, তবে আল্লাহ তা'আলা চাহেন তো রোগী সুস্থ হয়ে উঠবে। 
যে ব্যক্তি প্রত্যহ ৩০০০ বার এ পবিত্র নামটি পর পর তিনদিন পর্যন্ত পাঠ করবে, সে যত কঠিন রোগেই আক্রান্ত হোকনা কেন, আল্লাহ তা'আলা তাকে আরোগ্য করে দেবেন। যে ব্যক্তি প্রতিদিন ফজর নামাজের পর ঐ বৈঠকেই বসে ১০০০ বার করে এ পবিত্র নামটি পাঠ করবে, আল্লাহ তা'আলার ইচ্ছায় আজীবন তার অন্ধ হওয়ার আশঙ্কা থাকবে না। 

১২. আল্-কাহ্হারু --- মহা পরাক্রমশালী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি দুনিয়ার মহব্বতে লিপ্ত ব্যক্তি যদি অধিক পরিমাণ পাঠ করে, তবে আল্লাহ তা'আলার রহমতে তার অন্তর হতে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। এ আমল দ্বারা শত্রুর ওপরও জয়ী হওয়া যাবে। 

কারো যাদু ঘটিত কারণে ধ্বজভঙ্গ হলে এ পবিত্র নাম চিনা মাটির পাত্রে লেখে ধৌত করে পান করালে আল্লাহ তা'আলার ইচ্ছায় সে আরোগ্য লাভ করবে। তবে পবিত্র নামটি ৩৩ বার মেশক জাফরান দ্বারা লেখতে হবে। 

১৩, আর-রাযযাকু --- রিজিকদাতা, অন্নদানকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি ফজর নামাজের পূর্বে নিজ বাসগৃহের পশ্চিম দিকের কোণ হতে শুরু করে সকল কোণে কেবলামুখি হয়ে ১০ বার করে পাঠ করবে, সে ব্যক্তি প্রচুর রিজিক লাভ করবে এবং কোনো দরিদ্রতা তার ঘরে প্রবেশ করতে পরবে না। 

যে ব্যক্তির চাকরি নষ্ট হয়ে গেছে, এমন ব্যক্তি তিনদিন তিনটি নফল রোজা রাখবে এবং ঐ তিন দিন ফজরের নামাজের পর ১০০০ বার করে উক্ত নামটি জিকির করবে। আগে পরে ৭বার করে দরুদ শরীফ পাঠ করবে। এ আমলের ফলে আল্লাহ তা'আলার রহমতে অবশ্যই হারানো চাকরি ফিরে পাবে কিংবা তদপেক্ষা উত্তম চাকরি লাভ করবে।

১৪. আল-ফাত্তাহু --- বিজয়দাতা

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ফজরের নামাজের পর দুই হাত বক্ষের ওপর রেখে ৭১ বার পাঠ করলে সকল কাজ সহজ হয়ে যাবে। অন্তরে নূর পয়দা হয়ে যাবে এবং সহজ উপায়ে রিজিক বৃদ্ধি পাবে। 

কেউ অন্যায়ভাবে সরকার কর্তৃক বা অন্য কারো দ্বারা বন্দী হলে তার আত্মীয়-স্বজনগণ এ পবিত্র নামটি ২১০০০বার পাঠ করে আল্লাহ তা'আলার দরবারে কয়েদির মুক্তির জন্য দোয়া করবে। এ আমল ক্রমাগত ০৭ দিন জারি রাখলে আল্লাহ তা আলার রহমতে কয়েদি অবশ্যই মুক্তি লাভ করবে

১৫.আল-বাসিতু --- সম্প্রসারণকারী, প্রসারকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি চাশতের নামাজের পর ১০ বার পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে ধনী বানিয়ে দেবেন এবং সে ব্যক্তি কখনো অন্যের মুখাপেক্ষী হবে না । 

১৬. আল-আলীমু --- মহাজ্ঞানী, সর্বজ্ঞ

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে সে ব্যক্তি প্রকৃত তথ্য জানতে পারবে এবং তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। 

১৭ . আল-ক্বাবিদু --- আয়ত্তকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি রুটির ওপর লেখে ৪০ দিন পর্যন্ত খাবে, সে ব্যক্তি ক্ষুধার কষ্ট হতে নিরাপদ থাকবে, পর পর ৪০ দিন পর্যন্ত প্রত্যহ ফজর ও মাগরিবের নামাজের পর ২১বার করে এ নাম পাঠ করলে জিন-ভূত ও যাদুর প্রভাব হতে মুক্ত থাকা যাবে।  
মেধা ও স্মরণশক্তিহীন বালক-বালিকাদেরকে চার টুকরা রুটির মধ্যে আল্লাহ তা'আলার এ পবিত্র নাম লেখে খাইয়ে দেবে, ইনশাআল্লাহ তাদের মেধা ও স্মরণশক্তি অত্যধিক বৃদ্ধি পাবে। এমনিভাবে ক্রমাগত চল্লিশদিন এ আমল করতে হবে ।

১৮. আর-রাফিউ --- উন্নতি দানকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি ৭০ বার পাঠ করবে জালেম থেকে সে ব্যক্তি রক্ষা পাবে। 

১৯. আল-মু'ইযযু --- সম্মান দানকারী, ইজ্জত দানকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবার রাতে মাগরিবের নামাজের পর ৪০ বার করে পাঠ করবে, আল্লাহ তা'আলা তাকে লোক সমাজে ইজ্জত দান করবেন এবং প্রভাবশালী বানিয়ে দেবেন। 

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায়

২০. আল-মুযিললু --- অপমান দানকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি সিজদায় গিয়ে ৭৫ বার পাঠ করবে, তার প্রতি হিংসুকের হিংসা দমন হবে। কারো প্রাপ্য নিয়ে যদি কেউ টালবাহানা করে, তবে এ নামটি বেশি বেশি পাঠ করলে তার প্রাপ্য আদায় হয়ে যাবে। আর যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যহ ৮০১ বার পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে সব ধরনের অপমান হতে রক্ষা করবেন ।

২১.আল-লাতীফু --- সূক্ষ্মদর্শী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি ১৩৩ বার পাঠ করবে আল্লাহ তা'আলার ইচ্ছায় তার রিজিকের মধ্যে বরকত হবে এবং তার যাবতীয় কাজকর্ম আসানীর সাথে সম্পন্ন হবে। অভাব-অনটন, রোগ-শোক কিংবা বালা-মসিবতের সময় ভালোভাবে অজু করে দু' রাকআত নামাজ আদায়ের পর এ নামটি ১০০ বার পড়ে নিজের হাজত আল্লাহ তা'আলার দরবারে পেশ করলে আল্লাহ তা'আলা তার হাজত পূর্ণ করবেন। 
 অবিবাহিত পাত্র-পাত্রী করত পাক বিছানায় বসে নিজের উদ্দেশ্যের কথা স্মরণে রেখে এ পবিত্র নামটি ১০০০ বার পাঠ করবে। একাধারে চল্লিশদিন এ আমল করলে আল্লাহর রহমতে সাথে সাথে বিবাহ হয়ে যাবে ।

২২. আল-খাবীরু --- সর্বজ্ঞানী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি ০৭ দিন পর্যন্ত অধিক সংখ্যায় পাঠ করবে সে ব্যক্তি যে কোনো গোপন বিষয়ে জানতে পারবে এবং কোনো অনিষ্টকর প্রাণীর কবলে পতিত হলে এ নাম পাঠ করলে আল্লাহ তা'আলার ইচ্ছায় তা হতে সে মুক্তি পাবে। এ পবিত্র নামটি প্রত্যহ ৮৪৩ বার পাঠ করলে খারাপ লোকের চক্রান্ত এবং হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ।

২৩. আস- সামীউ --- শ্রবণকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর ৫০০ বার পাঠ করে যে দোয়াই করবে তাই আল্লাহ তা'আলার দরবারে কবুল হবে। আমল করার সময় কারো সাথে কথা বলবে না। আর বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফরজের মধ্যখানে ১০০ বার পাঠ করলে আল্লাহ তা আলার বিশেষ করুণার দৃষ্টি লাভ হবে ।

২৪. আল-বাসীরু --- সর্বদর্শী, প্রদর্শনকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি জুমার নামাজের পর ১০০বার করে পাঠ করবে, আল্লাহ তা'আলার ইচ্ছায় তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং নেক আমলের ক্ষমতা লাভ করবে। আর যে ব্যক্তি প্রত্যহ আসরের নামাজের পর ৭বার এ পবিত্র নাম পাঠ করবে তার ওপর সে দিন কোনো আকস্মিক বিপদ ঘটবে না। এ আমল প্রত্যহ নিয়মিতভাবে করলে সারা জীবন সে বিপদাপদ হতে মুক্ত থাকবে।

২৫. আল-গাফ্ফারু --- গুনাহ্ ক্ষমাকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি জুমার নামাজের পর ১০০বার পাঠ করবে, আল্লাহ তা'আলার ইচ্ছায় তার অভাব-অনটন দূর হয়ে স্বাভাবিকভাবে রুজি বৃদ্ধি পাবে। কেউ তার শত্রু বা বিপক্ষের সাথে মামলা-মকদ্দমা বা বিবাদ মিটিয়ে ফেলতে চাইলে এ পবিত্র নামটি জোহরের নামাজের পর ৩০০ বার পাঠ করে সংশ্লিষ্ট বিষয়ে মুনাজাত করবে, আল্লাহ তা'আলার কৃপায় অবশ্যই বিবাদ মিটে যাবে।

২৬. আল-ওয়াহ্হাবু --- দাতা, পুরস্কার দানকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে কিংবা লেখে সাথে ধারণ করবে বা চাশত নামাজের আখেরী সিজদায় এ পবিত্র নামটি ৪০বার পাঠ করবে আল্লাহ তা'আলার ইচ্ছায় তার ক্ষুধা দরিদ্রতা দূর হবে এবং মকসুদ হাসিল হবে। আর গভীর রাতে কোনো নির্জন কক্ষে কিংবা মসজিদে খালি মস্তকে বসে মুনাজাতের নিয়তে হাত উঠিয়ে ১০০বার এ নামটি পাঠ করলে যে কোনো মনোবাসনা আল্লাহ তা'আলা পূর্ণ করে দেবেন।

২৭. আল-হালীমু --- ধৈর্যশীল 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি কোনো সরদার বা নেতা যদি বেশি বেশি পাঠ করে, তবে তার সরদারি ও নেতৃত্বের প্রভাব বৃদ্ধি পাবে এবং সুখ-শান্তিতে জীবন যাপন করবে। এতদ্ব্যতীত এ নামটি যদি কোনো কাগজে লেখে তা পানি দ্বারা ধৌত করত ব্যবসার মালপত্রে মর্দন করে দেয়া হয়, তবে ব্যবসার উন্নতি হবে। 
যদি নৌকা হয়, তবে তা ডুববে না। আর প্রাণী হলে সকল প্রকার বিপদ হতে মুক্ত থাকবে। মোটকথা, এ পবিত্র নামটি কাগজে লেখে ধৌত করার পর সে পানি যে বস্তুর ওপর ছিটিয়ে দেবে বা যাতে তা মর্দন করবে, আল্লাহর ইচ্ছায় তাতে কল্যাণ ও বরকত হবে এবং নিরাপদে থাকবে।

২৮. আল-গাফূরু ---- ক্ষমাশীল 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তা'আলা তার সর্ব প্রকার দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দেবেন এবং বরকত দান করবেন। হাদীস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সিজদায় গিয়ে ৩বার এ 'ইয়া রাববিগ ফিরলী' পাঠ করবে, আল্লাহ তা'আলা তার অতীত ও ভবিষ্যতের সকল (সগীরা) গুনাহ ক্ষমা করে দেবেন।

২৯. আল-আযীমু  --- মহান, মহান উন্নত 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে সে ব্যক্তির ইজ্জত-সম্মান বৃদ্ধি পাবে এবং তার যে কোনো রোগ ভালো হয়ে যাবে ।

৩০. আল-হাফীযু --- রক্ষাকর্তা, রক্ষাকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে কিংবা লেখে নিজের শরীরে ধারণ করলে সে ব্যক্তি যাবতীয় ভয়-ভীতি ও বালা-মসিবত হতে হেফাজতে থাকবে। এমনকি হিংস্র জন্তুর মধ্যে শুয়ে থাকলেও কোনোরূপ ক্ষতিগ্রস্ত হবে না। 

৩১. আল-মুকীতু  --- আহার দানকারী, শক্তি দানকারী

ফজিলত ও আমল : যে ব্যক্তি এ পবিত্র নামটি ৭ বার পাঠ করে কোনো খালি পেয়ালাতে দম করত তাতে পানি নিয়ে নিজে পান করবে বা অন্যকে পান করাবে কিংবা তার ঘ্রাণ নেবে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্য হাসিল হবে। আর এ পবিত্র নামটি সুরমার ওপর ৭ বার পাঠ করে দম করত ঐ সুরমা পর পর তিনদিন চোখে লাগালে চোখের যাবতীয় রোগ নিরাময় হবে। 
কোনো শিশু অতিরিক্ত ক্রন্দন করলে একটি শূন্য পাত্র নিয়ে এ পবিত্র নামটি ৭ বার পড়ে দম করবে। অতঃপর তাতে পানি ঢেলে আবার তা ৭ বার পড়ে ঐ পনিতে দম করবে। অতঃপর ঐ পানি শিশুকে পান করালে আল্লাহ তা'আলার রহমতে আশাতীত ফল পাওয়া যাবে।

৩২. আশ-শাকূরু --- কৃতজ্ঞতা পছন্দকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি অভাব-অনটন ও দুঃখ-কষ্টের সময় প্রতিদিন ৪১ বার পাঠ করবে আল্লাহ তাআলার ইচ্ছায় সে ব্যক্তি অভাব ও মসিবত হতে নিষ্কৃতি পাবে। যার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে, সে এ নামটি পাঠ করে চক্ষুতে মুছে দিলে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। আর এ পবিত্র নামটি দীর্ঘদিন যাবৎ প্রতিদিন ৩০০০ বার করে পাঠ করলে অভাবনীয়রূপে সকলের নিকট ইজ্জত-সম্মান বৃদ্ধি পাবে এবং সকলে তার নির্দেশ ও উপদেশ মেনে চলবে।

৩৩. আল-আলিয়্যু --- সুউচ্চ, উন্নত 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি লেখে শিশুর শরীরে ধারণ করালে শীঘ্র শিশু বড় হবে। মুসাফির সাথে রাখলে শীঘ্র স্বজনদের সাথে মিলিত হবে এবং গরিব হলে ধনী হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজের পর নিয়মিত ৩৩ বার এ পবিত্র নাম পাঠ করলে তার যে কোনো মনোবাঞ্ছা পূরণ হবে। 

৩৪. আল-কাবীরু---- বড়, গৌরবান্বিত, বৃহত্তম 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তার বিদ্যা ও মারেফত বৃদ্ধি পাবে।  বিচারক ব্যক্তি এ পবিত্র নামটি প্রতিদিন ৫০০০ বার পাঠ করলে তার মর্যাদা বৃদ্ধি পাবে। পাক-পবিত্র অবস্থায় বিনয়ের সাথে ৩৩ বার এ পবিত্র নাম পাঠ করে দগ্ধ স্থানে দম করলে আল্লাহ তা'আলার ইচ্ছায় তা নিরাময় হবে।

৩৫. আল-হাসীবু --- হিসাব গ্রহণকারী 

ফজিলত ও আমল : কারো কোনো বিষয়ে কঠিন গোলমাল বাঁধার আশঙ্কা দেখা দিলে আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি নিয়মিত ০৭ দিন সূর্যোদয়ের পূর্বে এবং মাগরিব নামাজের পরে ২০ বার করে পাঠ করলে যাবতীয় অনিষ্ট ও মসিবত হতে হেফাজত থাকবে। 
পরীক্ষার্থীর পরীক্ষা নিকটবর্তী হলে অজুর সাথে পাক-পবিত্রাবস্থায় পরীক্ষার্থী নিজে কেবলামুখি হয়ে একই বৈঠকে ৩০০০ বার এ পবিত্র নামের জিকির করবে। পর পর তিনদিন এ আমল করলে আল্লাহ তা'আলার রহমতে পরীক্ষায় সফলকাম হবে।

৩৬. আল-মাজীদু --- বুজুর্গ ওয়ালা, গৌরবময়

ফজিলত ও আমল : কোনো কুষ্ঠরোগী যদি চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রেখে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করে, তবে আল্লাহ তা'আলার ইচ্ছায় তার কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে।

৩৭. আল-বাইসু  --- পুনরুত্থানকারী, পুনর্জীবনদাতা 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন শয়ন করার সময় বক্ষের ওপর হাত রেখে ১১২ বার পাঠ করবে, আল্লাহ তা'আলা তার হৃদয় ইলম ও হিকমত দ্বারা উজ্জীবিত করে দেবেন।

৩৮. আশ-শাহীদু  --- সর্বদা বিদ্যমান, সাক্ষাৎদাতা

ফজিলত ও আমল :  যে রোগ চিকিৎসায় কোনো কার্যকারী হুচ্ছে না, তা আরোগ্য করার জন্য রোগীর শিয়রে দাঁড়িয়ে এক ব্যক্তি এ পবিত্র নামটি ১০১ বার পাঠ করে রোগীর দেহে দম করবে। আল্লাহ তা'আলা এ পবিত্র নামের বরকতে রোগীকে অবশ্যই শেফা দান করবেন। এ তদবিরটি বহু পরীক্ষিত বলে প্রমাণ পাওয়া গেছে।

৩৯. আর-রাক্বীবু --- নিরীক্ষণকারী, পাহারাদার 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হেফাজতে থাকবে। কোনো বস্তু হারিয়ে গেলে তা ফেরত পাওয়া যাবে। কোনো নারীর যদি অকালে গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে তবে এ পবিত্র নাম ৭ বার পাঠ করলে গর্ভ রক্ষা হবে। আর নিদ্রা যাওয়ার সময় এ পবিত্র নাম ৭ বার পাঠ করে গৃহের চতুর্দিকে ফিরে চারটি ফুঁক দিয়ে নিদ্রা গেলে সে রাতে গৃহে চোর ঢুকতে পারবে না ।

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায়

৪০. আল-মুজীবু --- দোয়া কবুলকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তা'আলার দরবারে তার দোয়া কবুল হবে। কারো কঠিন মাথা ব্যথা হলে এ পবিত্র নাম ৩ বার পাঠ করে ব্যথার স্থানে একটি ফুঁক দেবে, দ্বিতীয়বার নামটি ৫ বার পাঠ করে একটি ফুঁক দেবে, তৃতীয়বার ৭ বার পাঠ করে একটি ফুঁক দেবে, চতুর্থবার নামটি ৯ বার পাঠ করে একটি ফুঁক দেবে, এরূপে তদবীর করলে মাথা ব্যথা যত কঠিনই হোকনা কেন, আল্লাহ তা'আলার রহমতে নিরাময় হবে।

৪১. আল-জালীলু  --- মহিমান্বিত, প্রভাবশালী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি অধিক সংখ্যায় পাঠ করবে কিংবা মেশক জাফরান দ্বারা লেখে নিকটে ধারণ করবে সে ব্যক্তির ইজ্জত-সম্মান বৃদ্ধি পাবে। আর এ পবিত্র নাম টাকা-পয়সা বা অন্য কোনো দ্রব্যের ওপর ১০ বার পড়ে দম করলে আল্লাহ তা'আলার রহমতে তা চোর-ডাকাতের উপদ্রব হতে নিরাপদ থাকবে।

৪২. আল-কারীমু ---- অনুগ্রহকারী, সম্মানী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি শয়ন করার সময় বেশি বেশি করে পাঠ করবে তার প্রতি মানুষের মন আকৃষ্ট হবে এবং লোকেরা তাকে সম্মান করবে।

৪৩. আল-ওয়াসিউ --- অসীম, প্রশান্তদাতা 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে জাহেরী বাতেনী ঐশ্বর্য লাভ হবে এবং হৃদয়ে ধৈর্য ও উদ্যম বৃদ্ধি পাবে।  এ পবিত্র নামটি ১০০বার পাঠ করে কিছু পানিতে দম করত প্রত্যহ ভোরে সে পানি পান করলে আমলকারীর পক্ষে পবিত্র কুরআন হেফজ করা ও স্মরণ করা সহজ হবে। 
 কাউকে কিছু দংশন করলে কিছু পানি নিয়ে ৭০বার এ নাম পাঠ করত তাতে দম করে দংশিত স্থানে সে পানি ফোঁটা ফোঁটা করে দিতে থাকবে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই বিষের জ্বালা উপশম হবে।

৪৪. আল-হাকীমু --- হিকমতওয়ালা, সুবিচারক

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে- আল্লাহ তা'আলা তার বালা-মসিবত দূর করে দেবেন এবং তার জন্য ইলম, হিকমত ও জ্ঞানের দরজা উন্মুক্ত করে দেবেন। 

৪৫. আল-ওয়াদুদু --- শ্রেষ্ঠ বন্ধু

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি ১০০০ বার পাঠ করে কোনো খাদ্যদ্রব্যের ওপর দম করার পর তা স্ত্রীর সাথে বসে খায়, তবে স্ত্রী তাকে অত্যধিক ভালোবাসবে এবং তার অনুগত হবে। অবাধ্য সন্তান বাধ্য করতে হলে উপরোক্ত সংখ্যায় পাঠ করত পানি বা অন্য কোনো বস্তুতে দম করে তা সন্তানাদিকে পান বা খাওয়ালে তারা মাতাপিতার একান্ত বাধ্য হবে। 

এ আমল দ্বারা স্ত্রীও নিজের স্বামীকে বশ করতে পারবে। অনুরূপভাবে আত্মীয়-অনাত্মীয় যুবক-যুবতী তথা যে কোনো ব্যক্তিকে এ আমল দ্বারা নিজের প্রতি আকৃষ্ট ও আনুগত্য করা সম্ভব হয়। তবে শরিয়ত নিষিদ্ধ ক্ষেত্রে এ আমলের সাহায্য নেয়া অনুচিত, কারণ এ ক্ষেত্রে হিতে বিপরীত অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অধিক ।

৪৬. আল-কাবিয়্যু --- শক্তিশালী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি পাঠ করবে তার মনের সাহস বৃদ্ধি পাবে, দুর্বল ব্যক্তি পড়লে শক্তিশালী হবে এবং শত্রুকে প্রতিহত করার জন্য এ পবিত্র নামটি পাঠ করলে শত্রু দমন হবে। গর্ভবতী নারীগণ এ পবিত্র নাম প্রত্যহ ১২১ বার পাঠ করলে অতি সহজে সন্তান প্রসব হবে এবং প্রসবকালে বিন্দুমাত্র কষ্ট হবে না ।

৪৭. আল-মাতীনু --- অটল 

ফজিলত ও আমল : কোনো মেয়েলোকের স্তনে দুধ না হলে আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি কাগজে লেখে ধৌত করত এ পানি তাঁকে পান করিয়ে দিলে আল্লাহ তা'আলার মেহেরবানীতে প্রচুর দুধ হবে।

৪৮. আল-হাককু --- সত্য

ফজিলত ও আমল : সত্য মামলায় সত্য পক্ষের পরাজিত হওয়ার আশঙ্কা দেখা দিলে মামলার তারিখের কিছু দিন পূর্বে মামলায় জড়িত, ব্যক্তি স্বয়ং পর পর তিনদিন এই দোয়াটি : সুবহানাল মালিকিল হাক্কক্কিল মুবীন  ১০০ বার পাঠ করে ৫০০০ বার এ পবিত্র নাম জিকির করলে আল্লাহ তা'আলার রহমতে অবশ্যই মামলায়  জয়লাভ ঘটবে।

৪৯.আল-ওয়াকীলু ---- কার্যকারক

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে কোনো মনোবাসনার জন্য বেশি বেশি পাঠ করলে সুফল পাওয়া যাবে।  এ পবিত্র নাম কাগজে লেখে যানবাহনে রেখে দিলে তাও যাবতীয় বিপদাপদ হতে হেফাজতে থাকবে।

৫০. আল-হামীদু --- প্রশংসিত

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে ; কথাবার্তা, আচার-আচরণ ও যাবতীয় কাজকর্মে সকলের প্রশংসা লাভ করা যাবে। পাঁচ ওয়াক্ত নামাজের পর এ নাম ১০০ বার করে পাঠ করলে গীবত-শেকায়েত ও হিংসা-বিদ্বেষ হতে নিরাপদ থাকা যাবে ।

৫১. আল-মুহসী --- বেষ্টনকারী ও গণনাকারী

ফজিলত ও আমল : কারো শিশুসন্তান হারিয়ে গেলে বা অপহৃত হলে একখণ্ড কাগজের চার কোণায় এ পবিত্র নাম ৪বার লেখে কোনো বৃক্ষের উঁচু ডালে তিনদিন পর্যন্ত ঝুলিয়ে রাখবে। এ তদবির করলে আল্লাহ তা'আলার রহমতে হারানো সন্তানের সন্ধান মিলবে, তাকে ফিরে পাওয়া যাবে এবং তার জীবনের কোনোরূপ অনিষ্টের আশঙ্কা থাকবে না ।

৫২. আল-ওয়ালিয়্যু --- বন্ধু, আভিভাবক, সাহায্যকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে তার বন্ধুত্ব বৃদ্ধি পাবে। কোনো জটিল কাজ উপস্থিত হলে বৃহস্পতিবার দিবাগত রাতে এ পবিত্র নাম ১০০০ বার পাঠ করলে আল্লাহ তা'আলার মেহেরবানীতে সকল কাজ আসান হয়ে যাবে।

৫৩. আল-মুমীতু --- মৃত্যুদাতা 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তির অতিরিক্ত ব্যয় করার অভ্যাস এবং যে কিছুতে নিজে নিজের মনকে বশীভূত করতে পারে না সে বেশি বেশি পাঠ করলে সুফল পাবে।

৫৪. আল-মুবদিয়ু ------ আদি সৃষ্টিকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি শেষ রাতে পাঠ করে গর্ভবতী স্ত্রীলোকের পেটে দম করে সে গর্ভবতীর গর্ভ রক্ষা হবে এবং অকালে গর্ভপাত হবে না।  একটি ছেব ফল কেটে দু' ভাগ করত তার মধ্যকার সাদা স্থানে এ পবিত্র নামটি ৭বার লেখে একাধারে তিনদিন তার ধৌত করা পানি বন্ধ্যা স্ত্রীলোককে পান করালে তার বন্ধ্যাত্ব দূরীভূত হবে।

৫৫. আল-মুঈদু --- পুনরায় সৃষ্টিকারী

ফজিলত ও আমল : কোনো কথা ভুলে গেলে যদি তা কোনো ভাবেই স্মরণ করা না যায়, তবে আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে সুফল পাওয়া যাবে। যদি একসঙ্গে ‘ইয়া মুঈদু' পাঠ করা হয়, তবে আল্লাহ তা'আলার রহমতে অবশ্যই স্মরণ হবে । 
কোনো গৃহ হতে যদি কেউ পালিয়ে যায় বা কোনোরূপ নিখোঁজ হয়ে যায়, তবে সে ব্যক্তির গৃহের চার কোণে দাঁড়িয়ে ৭০ বার করে এ পবিত্র নাম পাঠ করবে। এ তদবীরের ফলে আল্লাহ তা'আলার ইচ্ছায় মাত্র সাত দিনের মধ্যে উক্ত নিখোঁজ ব্যক্তির হয় কোনো সংবাদ পাওয়া যাবে কিংবা সে সশরীরে গৃহে প্রত্যাবর্তন করবে।

৫৬. আল-মাজিদু --- গৌরবময়

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে হৃদয় উজ্জ্বল হয় এবং কলবে আল্লাহ তা'আলার নূর প্রকাশ পায়। তাছাড়া এ পবিত্র নামটি ১০ বার পাঠ করে মিছরির শরবত কিংবা অন্য কোনো খাবারে দম করে রোগীকে খাওয়ালে রোগী অচিরেই সুস্থ্য হয়ে উঠবে।

৫৭. আল-ওয়াজিদু ---- অস্তিত্ব দানকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি খাবারের লোকমার ওপর পাঠ করে খেলে হৃদয়ে অসীম শক্তি সৃষ্টি হবে।

৫৮. আল-হাইয়্যু --- চিরঞ্জীব

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে কিংবা লেখে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ সে ব্যক্তি সকল প্রকার রোগ-ব্যাধি থেকে মুক্তি পাবে।

৫৯. আল-ক্বাইয়্যূমু  --- চিরস্থায়ী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি অধিকবার পাঠ করলে গভীর নিদ্রা আসে, লোক সমাজে সম্মান ও প্রভাব বৃদ্ধি পায়। নির্জনে বসে পাঠ করলে স্বচ্ছলতা আসে। ফজরের নামাজের পর হতে সূর্যোদয় পর্যন্ত ”ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু' পাঠ করলে অলসতা দূর হয়ে কার্যক্ষম হয় এবং ইবাদতে মন আকৃষ্ট হয় ।

৬০. আল-আখিরু ---- অনন্ত 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন ১০০০ বার করে পাঠ করবে তার ইচ্ছা পূরণ হবে।

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায়

৬১.আয্-যাহিরু ---- প্রকাশ্য

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি এশার নামাজের পর বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা'আলা চক্ষুতে আলো এবং হৃদয়ে নূর সৃষ্টি করে দেবেন। আর ঝড়-তুফানের সময় এ পবিত্র নাম বারবার পাঠ করতে থাকলে আল্লাহ তা'আলার রহমতে অল্প সময়ের মধ্যে ঝড়-তুফান থেমে যাবে এবং কোনোরূপ অনিষ্ট ঘটতে পারবে না।

৬২. আল-মুকাদ্দিমু --- অগ্রগামী, অগ্রসরকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যুদ্ধক্ষেত্রে বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা'আলা (সামনে অগ্রসর হওয়ার) শক্তি দান করবেন এবং শত্রু হতে হেফাজত রাখবেন ।

৬৩. আল-মুআখখিরু --- অবনতিদাতা

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে যাবতীয় পাপাচার হতে তওবা করার সৌভাগ্য হবে। যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রতিদিন নিয়মিত ১০০ বার করে পাঠ করবে, সে আল্লাহ তা'আলার নৈকট্য লাভ করবে।

৬৪. আল-আউওয়ালু --- অনাদি, সর্বপ্রথম

ফজিলত ও আমল : কোনো মুসাফির আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি প্রতি শুক্রবার ১০০০ বার করে পাঠ করলে অতি শীঘ্র নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করতে পারবে। যে ব্যক্তির ছেলে-সন্তান হয় না, সে চল্লিশ দিন পর্যন্ত নিয়মিত ৪০ বার করে এ পবিত্র নাম পাঠ করলে তার ইচ্ছা পূরণ হবে।

৬৫. আল-ওয়াহিদু --- একক, অদ্বিতীয়

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ১০০০ বার পাঠ করলে কলব হতে দুনিয়া ও মাখলুকের মহব্বত দূর হবে। কারো সন্তানাদি না হলে এ নাম লেখে সাথে রাখলে আল্লাহ তা'আলার রহমতে নেক সন্তান লাভ হবে। 
এমন বহু লোক আছে যারা একাকী পথ চলতে ভয় পায়, অনেক সময় মনে হয় কে যেন পিছনে আসছে। এরূপ অবস্থা হলে পথ চলার সময় মনে মনে এ নাম পাঠ করতে থাকলে আল্লাহ তা'আলার রহমতে মনের যাবতীয় ভয়-ভীতি ও দুর্ভাবনা দূর হয়ে যাবে।

৬৬. আল-ক্বাদিরু --- শক্তিশালী

ফজিলত ও আমল : দু'রাকআত নামাজ আদায় করে আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ১০০ বার পাঠ করলে শক্তি-সাহস বৃদ্ধি পাবে এবং অজু করার সময় পাঠ করলে শত্রুর ওপর জয়ী হবে।  যারা নানাবিধ সমস্যা ও বিপর্যয়ে জড়িয়ে পড়েছে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছে না, তারা ক্রমাগত সাত রাতে এশার নামাজের পর ১০০০ বার এ নামটি জিকির করবে। আল্লাহ তা'আলার রহমতে অচিরেই তাদের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এবং বিপদ উদ্ধারের নানা পথ তাদের সম্মুখে আবিষ্কৃত হবে।

৬৭. আল-মুকতাদিরু ---- ক্ষমতাশালী, শক্তির আধার 

ফজিলত ও আমল : নিদ্রা হতে জাগ্রত হওয়ার সময় আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা'আলা মনোবাসনা পূর্ণ করে দেবেন ।

৬৮. আস-সামাদু --- অমুখাপেক্ষী, অভাবহীন

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি শেষ রাতে ১২৫ বার পাঠ করবে তার জাহের ও বাতেনে সততা হাসিল হবে এবং যে ব্যক্তি এ নামের অজিফা জারি রাখবে সে ক্ষুধায় কাতর হবে না এবং মাখলুক হতে অমুখাপেক্ষী হবে। 

পেটের এমন তীব্র বেদনা যা কোনো চিকিৎসায় উপশম হচ্ছে না, সে ক্ষেত্রে এ মোবারক নামটি ৭ বার পাঠ করে পানিতে দম করত এ পানি প্রতিদিন অল্প অল্প করে পান করলে আল্লাহ তা'আলার রহমতে অচিরেই পেটের বেদনা নিরাময় হবে।

৬৯. আল-আফুওউ --- ক্ষমাকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তা'আলা তার গুনাহ ক্ষমা করে দেবেন এবং তার ওপর খুশি হবেন ।

৭০. আর-রাউফু --- স্নেহপরায়ণ, কৃপাশীল

ফজিলত ও আমল : কেউ ক্রোধান্বিত হলে কিংবা অন্য কারো ক্রোধের সময় ১০ বার দরুদ সহ আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ১০ বার পাঠ করলে আল্লাহ তা'আলার রহমতে ক্রোধ দমন হবে। যে ব্যক্তি এ পবিত্র নাম বেশি বেশি পাঠ করবে সমগ্র মাখলুক তার ওপর সদয় হবে ।

৭১. মালিকুল মুলকি --- সমগ্র পৃথিবীর মালিক, বিশ্ব অধিপতি 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে প্রচুর ধন-সম্পদ দান করবেন, মাখলুক হতে তাকে অমুখাপেক্ষী করে দেবেন।

৭২. আত-তাওয়াবু ---- তওবা কবুলকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তার সকল কাজ আসান হবে। যে ব্যক্তি চাশতের নামাজের পর এ পবিত্র নাম ৩৬০ বার পাঠ করবে তার তওবা করার সৌভাগ্য হবে। এ পবিত্র নাম ১০ বার পাঠ করে কোনো অত্যাচারির ওপর দম দিলে তার অত্যাচার হতে নিষ্কৃতি পাওয়া যাবে।

৭৩. আল-মুনতাক্বিমু --- অপরাধীর শাস্তি বিধানকারী, প্রতিশোধ গ্রহণকারী

ফজিলত ও আমল : সত্যের ওপর অটল থেকে যদি শত্রু হতে প্রতিশোধ গ্রহণের ক্ষমতা না থাকে, তবে আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা'আলা নিজের জিম্মায় তার শত্রু হতে প্রতিশোধ গ্রহণ করবেন।

৭৪. আল - মুতা'আলি --- উচ্চ হতে উচ্চ, মহান অধিপতি

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে সৌভাগ্য অর্জন হবে এবং সকল কাজে শুদ্ধতা অর্জন হবে। মহিলাগণ এ পবিত্র নাম ঋতুস্রাবের অবস্থায় বেশি বেশি পাঠ করলে ঋতুস্রাবকালীন উপসর্গ ও কষ্ট দূর হবে। অন্তঃসত্ত্বা মহিলাগণ এক দিনে বা তিন দিনে ৩০০০ বার এ পবিত্র নামটি পাঠ করলে আল্লাহ তা'আলার রহমতে গর্ভস্থ সন্তান মাতৃকা রোগ হতে অবশ্যই নিরাপদ থাকবে ।

৭৫. আল-বাররু ---পরম উপকারী, শান্তি ও মঙ্গলদাতা 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ৭ বার পাঠ করে শিশুর ওপর দম করলে সে নেককার হবে। যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদি জঘন্য পাপাচারে লিপ্ত, সে প্রতিদিন ৭ বার করে এ পবিত্র নাম পাঠ করলে আল্লাহ তা'আলার রহমতে তার ঐ বদ অভ্যাস দূর হবে।

৭৬. আল-বাত্বি --- অপ্রকাশ্য , অদৃশ্য

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন ৩৩ বার পাঠ করবে আল্লাহ তা'আলার রহমতে তার ওপর আধ্যাত্মিক রহস্যাবলী প্রকাশ হতে থাকবে এবং তার অন্তরে আল্লাহ তা'আলার মহব্বত সৃষ্টি হবে ।

৭৭.আল-ওয়ালী ---- মালিক, কর্তা

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি মনে মনে পাঠ করতে থাকবে বজ্রপাতে ক্ষতির আশঙ্কা থাকবে না। তা ছাড়া এ পবিত্র নামটি একখণ্ড কাগজে লেখে তা একটি পানি ভর্তি কলসিতে রেখে কলসিটি গৃহের এক কোণায় রেখে দিলে আল্লাহ তা'আলার রহমতে ঐ গৃহে কখনো বজ্রপাত হবে না।

৭৮. আল-মুগনী ---- সম্পদ দানকারী, অভাব দূরকারী

ফজিলত ও আমল : আগে পরে ১১ বার দরুদ শরীফসহ ১১১১ বার আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি পাঠ করলে আল্লাহ তা'আলা তাকে জাহেরী ও বাতেনী ঐশ্বর্য দান করবেন। সহবাসের সময় মনে মনে এ পবিত্র নাম ৩৩ বার পাঠ করলে স্ত্রীর অকৃত্রিম ভালোবাসা লাভ করা যাবে ।

৭৯. আল-মানিউ --- প্রতিরোধক, নিবারক

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহর রহমতে সে ব্যক্তি যাবতীয় অনিষ্ট হতে নিরাপদ থাকবে। বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য পাঠ করলে তার সে উদ্দেশ্য সফল হবে। যদি স্ত্রীর সাথে অমিল হয় তবে শয়নকালে ২০বার পাঠ করলে তিক্ততা দূর হয়ে মহব্বত সৃষ্টি হবে।

৮০. আয-যাররু --- ক্ষতিগ্রস্ত করার মালিক, বিপদ প্রদানকারী

ফজিলত ও আমল : বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ১০০ বার পাঠ করলে যাবতীয় অনিষ্ট ও ক্ষয়ক্ষতি হতে নিরাপদ থাকবে ।

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায়

৮১. আল-গানিয়্যু ----- ধনী, সম্পদশালী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি রোগ-ব্যাধি কিংবা বালা-মসিবতের সময় পাঠ করলে তা দূর হবে। যে ব্যক্তি প্রতিদিন এ পবিত্র নামটি ৭০বার পাঠ করবে আল্লাহ তা'আলা তার মালের মধ্যে বরকত দান করবেন এবং সে কারো মুখাপেক্ষী হবে না। 
অধিক বয়স হওয়ার পরও যে পাত্রীর বিবাহ হচ্ছে না, নিম্নোক্ত নিয়মে এ পবিত্র নামের আমল করলে আল্লাহ তা'আলার রহমতে অতি শীঘ্র এ পাত্রীর বিবাহ হয়ে যাবে। আমলটি নিম্নরূপ- বুধবার দিবাগত রাতে এশার নামাজের পর নামাজের বিছানায় বসেই উক্ত নামটি ১১০০০ বার পাঠ করবে। ক্রমাগত এগারো দিন এ আমলটি করলে আল্লাহ তা'আলার মেহেরবানীতে অবশ্যই ফল পাবে। এ আমলটি বহু পরীক্ষিত ।

৮২. আল-মুকসিতু ---- ন্যায় বিচারকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে, আল্লাহ তা'আলার মেহেরবানীতে সে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা হতে নিরাপদে থাকবে। কোনো বৈধ উদ্দেশ্য সফলের নিয়তে এ পবিত্র নাম ৭বার পাঠ করলে আল্লাহ তা'আলার রহমতে তার উদ্দেশ্য সফল হবে। 

৮৩. আল-জামিউ ----- সকলকে একত্রকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে উদ্দেশ্য সফল হয় এবং বন্ধুত্ব স্থায়ী হয়। অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি নিজের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব হতে বিচ্ছিন্ন হয়েছে সে চাশতের সময় গোসলের পর আকাশের দিকে মুখ করে ১০ বার এ পবিত্র নাম পাঠ করবে । 

৮৪. যুল জালালি ওয়াল ইকরাম ----- প্রতিপত্তিশালী এবং সম্মান ও প্রতিপত্তি দানকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে ইজ্জত-সম্মান ও বুজুর্গি হাসিল হয়। একাধারে ২১ দিন এ নাম প্রত্যহ ১০০০ বার পাঠ করলে অন্যের নিকট হতে স্নেহ-মমতা ও ইজ্জত-সম্মান হাসিল হয়। স্বামী পড়লে স্ত্রীর নিকট হতে এবং স্ত্রী পড়লে স্বামীর নিকট হতে ভালোবাসা লাভ করবে।

৮৫. আর-রাশীদু ---- সৎপথ প্রদর্শক 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি এশার নামাজের পর ১০০ বার পাঠ করবে, আল্লাহ তা'আলার নিকট তার আমল কবুল হবে। এ পবিত্র নাম নিয়মিত পাঠ করলে সকল প্রকার জটিলতা দূর হবে এবং কাজ-কারবারে উন্নতি হবে ।

৮৬. আস্-সাবুরু --- সহনশীল, ধৈর্যশীল 

ফজিলত ও আমল : সূর্যোদয়ের পূর্বে আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ১০০ বার পাঠ করলে সকল কাজ সহজ হবে।

৮৭. আল-ওয়ারিসু ---- সকলের উত্তরাধিকারী, স্বত্বাধিকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি যে ব্যক্তি মাগরিব ও এশার মধ্যবর্তী সময় ১০০০ বার পাঠ করবে, আল্লাহ তা'আলার ইচ্ছায় সে ব্যক্তি যাবতীয় দুশ্চিন্তা ও হতবুদ্ধিতা হতে হেফাজতে থাকবে ।

৮৮. আন্-নাফিউ --- লাভবান করার মালিক, সুফল দানকারী 

ফজিলত ও আমল : নৌকা বা অন্য কোনো যানবাহনে আরোহণ করার সময় আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে সর্বপ্রকার বিপদাপদ ও দুর্ঘটনা হতে নিরাপদ থাকবে। কোনো কাজের শুরুতে এ পবিত্র নাম ৪১ বার পাঠ করলে সে কাজ নিজের ইচ্ছানুযায়ী সম্পন্ন হবে । স্ত্রী সঙ্গমের সময় এ পবিত্র নাম পাঠ করলে নেক সন্তান লাভ হবে ।

৮৯.আন - নূরু --- জ্যোতির্ময়

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে কলবে নূর সৃষ্টি হবে। কোনো গৃহে সর্প, বিচ্ছু ইত্যাদির উপদ্রব থাকলে ঐ গৃহের কেউ ক্রমাগত সাতদিন ফজরের নামাজের পর ১১২১ বার এ পবিত্র নামটি পাঠ করলে আল্লাহ তা'আলার রহমতে সে ঘরে ঐ সকল প্রাণীর উপদ্রব থাকবে না ; বরং তারা ঐ গৃহ ত্যাগ করে অন্যত্র চলে যাবে ।

৯০. আল-হাদী -----  হিদায়েত দানকারী, পথ প্রদর্শক

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ মোবারক নামটি বেশি বেশি পাঠ করলে হিদায়েত নসিব হবে। বিদেশে গমনকালে মনে মনে ১১বার নামটি পড়ে গৃহ হতে বের হলে প্রবাসে নিরাপদে থাকবে ।

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায়

৯১. আল-বাদীউ --- নমুনা ছাড়া সৃষ্টিকারী, প্রথম সৃষ্টিকারী

ফজিলত ও আমল : দুশ্চিন্তা ও বালা-মসিবতের সময় আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ১০০০ বার পাঠ করলে আল্লাহ তা'আলা চাহেন তো বিপদ কেটে যাবে, যাবতীয় বাসনা পূর্ণ হবে এবং অপকার হতে রক্ষা পাবে।

৯২. আল-বাক্বী ---- চিরস্থায়ী, অনন্ত 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি বেশি বেশি পাঠ করলে চিন্তারোগ দূর হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ পবিত্র নাম ১০০০ বার পাঠ করলে যাবতীয় অনিষ্ট ও ক্ষতি হতে নিরাপদ থাকা যায়। 

৯৩.আল-খালিক ---- সৃষ্টিকারী

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি ১০০ বার করে নিয়মিত ৭ দিন পাঠ করলে আল্লাহর রহমতে সকল বিপদ হতে রক্ষা পাবে। আর এ পবিত্র নামটি তাহাজ্জুদ নামাজের পর অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তা'আলা ফেরেশতাগণকে ইবাদত করার আদেশ করেন এবং রাখার নির্দেশ দেন। ফেরেশতাদের ইবাদত কিয়ামত পর্যন্ত এ আমলকারীর আমল নামায় লেখেন।

৯৪. আস্ - সাত্তারু ---দোষ গোপনকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি দৈনিক ১০৯২ বার পাঠ করলে আল্লাহ তা'আলা পাঠকের যাবতীয় দোষ-ত্রুটি মানুষের কাছে গোপন রাখবেন। এ পবিত্র নামটি দৈনিক ১০০ বার পাঠ করলে স্বসম্মানে থাকা যায় ।

৯৫. আল-আহাদু ---- একক

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি নির্জনে ১০০ বার পাঠ করলে মনের যাবতীয় ভয় দূর হয়ে যাবে । আর এ পাক নামটি সর্বদা অধিক পরিমাণে পাঠ করলে মৃত্যুকালে শয়তান এ নাম পাঠকারীর ঈমান নষ্ট করতে পারবে না ।
৯৬. আল-মুহাইমিনু --- সত্য স্বাক্ষী
ফজিলত ও আমল : গোসল করে নির্জন স্থানে দুই রাকআত নামাজ পড়ে এ পাক নামটি ১০০ বার পাঠ করলে সব রকম ভয় দূর হয়, মনের সাহস বৃদ্ধি হয় এবং অন্তরে আল্লাহর নূর সৃষ্টি হয়। আর এ পাক নামটি আংটির মধ্যে ৫ বার খোদাই করে ব্যবহার করলে শত্রু, শয়তান এবং জিন-ভূতের ভয় থাকে না ।

৯৭. আল-মুইযু --- জীবনদাতা

ফজিলত ও আমল : কারো জেল হবার ভয় থাকলে এ পাক নামটি পাঠ করতে থাকলে আল্লাহর রহমতে তার ঐ ভয় দূর হয়ে যাবে। আর এ পাক নামটি দৈনিক ১০০ বার করে সাত দিন পর্যন্ত পাঠ করে শরীরে ফুঁক দিলে হাশরের ময়দানে আজাবের ভয় থাকবে না ।

৯৮. আল-মু‘তিয়ু --- দানকারী 

ফজিলত ও আমল : আল্লাহ তা'আলার এ পবিত্র নামটি দৈনিক সকালে এবং রাত্রে ১৬০ বার পাঠ করলে আল্লাহর রহমতে মনের বাসনা পূর্ণ হবে এবং কখনো পরের মুখাপেক্ষী হবে না ।

৯৯.আল-মুনইমু ---- নিয়ামত দানকারী

ফজিলত ও আমল : এ  নামটি সর্বদা পাঠ করলে বা লেখে সাথে রাখলে আল্লাহ তা'আলা তাকে শয়তানের যাবতীয় ক্ষতি ও অপকার হতে নিরাপদে রাখবেন। আর এ পাক নামটি অধিক পরিমাণে পাঠ করলে সব লোক তার বাধ্য থাকবে। 

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত । আল্লাহর ৯৯ নাম বাংলায় : লেখক এর মতামত

প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত এবং এক নজরে আল্লাহর ৯৯ নাম বাংলায় তুলে ধরলাম। আশা করব আমাদের আজকের আলোচনাটি থেকে আপনি আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুব দ্রুত আমরা আপনাদের প্রশ্ন এবং মতামতের উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।।ধন্যবাদ।।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

ইসলামিক ইনফো বাংলা