রাজশাহী বিভাগের জেলা সমূহ - রাজশাহী বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য

প্রিয় পাঠক রাজশাহী বিভাগ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। আপনি কি জানেন রাজশাহী বিভাগের জেলা সমূহ কি কি ? , রাজশাহীর ভৌগোলিক অবস্থা , রাজশাহীর আবহাওয়া , রাজশাহী বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য। যদি না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
রাজশাহী বিভাগের জেলা সমূহ
চলুন তাহলে আজকে আমরা জেনে নেই রাজশাহী বিভাগের জেলা সমূহ , ভৌগোলিক অবস্থা, দর্শনীয় স্থান এবং রাজশাহী বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয় , রাজশাহীর বিভিন্ন কলেজ, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহীর আবহাওয়া , রাজশাহীর বিখ্যাত খাবার সম্পর্কে ।

রাজশাহী বিভাগের জেলা সমূহ - রাজশাহী বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য

এক নজরে রাজশাহী বিভাগ

  • আয়তন : ১৮,১৫৪ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যা : ২০,৩৪৬,৮৬৫ জন
  • পুরুষ: ১০০৭৯৪৯৫ জন
  • মহিলা: ১০২৬৫৭৯৬ জন
  • হিজড়া: ১,৫৭৪ জন
  • জেলার সংখ্যা : ৮টি ।
  • সিটি কর্পোরেশনের সংখ্যা : ০১টি
  • সংসদীয় আসন সংখ্যা : ৩৯টি
  • উপজেলার সংখ্যা : ৬৭টি
  • পৌরসভার সংখ্যা : ৬২টি
  • ইউনিয়নের সংখ্যা : ৫৬৫টি
  • তাপমাত্রা : ৮ - ৪৪ ডিগ্রী
  • সর্বোচ্চ: ৪৪ ডিগ্রী (গ্রীষ্মকাল),
  • সর্বনিম্ন: ৮ ডিগ্রী (শীতকাল)
  • প্রধান প্রধান নদী : পদ্মা, যমুনা, আত্রাই, মহানন্দা, করতোয়া
প্রিয় পাঠক চলুন আমরা প্রথমেই জেনে নেই রাজশাহী বিভাগের জেলা সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য। রাজশাহী বিভাগে মোট জেলা রয়েছে ০৮ টি। এগুলো হলোঃ
  1. রাজশাহী
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. নাটোর
  4. নওগাঁ
  5. পাবনা
  6. বগুড়া
  7. জয়পুরহাট
  8. সিরাজগঞ্জ।
চলুন এবার আমরা জেলাগুলো সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : রাজশাহী

পদ্মা নদীর পাড়ে অবস্থিত হযরত শাহ মখদুম রূপস রহ: এর পূর্ণভূমি রাজশাহী বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী। রাজশাহী পুরো বাংলাদেশ গ্রীন সিটি, ক্লিন সিটি এবং শিক্ষানগরী হিসেবে পরিচিত। রাজশাহী জেলার মোট আয়তন ২৪০৭.০১ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা প্রায় ৩২ লক্ষ। সিটি কর্পোরেশন একটি যেটি রাজশাহী সিটি কর্পোরেশন নামে পরিচিত। উপজেলা ০৯ টি ।
এগুলো হলো: পবা, মোহনপুর, গোদাগাড়ী, পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, তানোর, চারঘাট, বাঘা। মোট থানা ২১ টি। পৌরসভা ১৪ টি ইউনিয়ন ৭২টি। রাজশাহীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে : হযরত শাহ মখদুম র: এর মাজার, বরেন্দ্র জাদুঘর বাঘা মসজিদ পুঠিয়া রাজবাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী চিড়িয়াখানা রাজশাহীর কলেজ রানী ভবানীর ঢোপ কল ইত্যাদি। 
রাজশাহীর প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: শহীদ এই এইচ এম কামরুজ্জামান, শরৎকুমার রায়, অক্ষয় কুমার মৈত্র, যদুনাথ সরকার, রামপ্রসাদ চন্দ্র, মৌলবি শামসুদ্দীন আহমদ, মুখলেসুর রহমান নরোত্তম দাস ঠাকুর, কবি সুকুর মাহমুদ, রজনীকান্ত সেন, মির্জা মোহাম্মদ ইউসুফ আলী, প্রমথনাথ রায়, শরৎ সুন্দরী দেবী, মহারানী হেমন্ত কুমারী, চন্দ্রশেখর রায়, হাজী লাল মোহাম্মদ সরদার, এবাদ উদ্দিন আহমদ , আহসানুল্লাহ মোল্লা আশরাফ আলী খান, চৌধুরী ইদ্রিস আহমদ, আব্দুল হামিদ মিয়া, মাদার বক্স প্রমুখ।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট আয়তন ১৭০২.৫৬ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা ১৬,৪৭,৫২১ জন। উপজেলা সংখ্যা ০৫ টি। যথা: চাপাই নবাবগঞ্জসদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট, শিবগঞ্জ। পৌরসভা রয়েছে চারটি। এগুলো হলো: চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর, নাচোল। মোট ইউনিয়ন সংখ্যা 45 টি। 
দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে : সোনা মসজিদ, আলী শাহপুর মসজিদ, কোতোয়ালী দরওয়াজা, চামচিকা মসজিদ, তাহখানা কমপ্লেক্স, দারস বাড়ি মসজিদ, বাবু ডাইং, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, হযরত শাহ নেয়ামত উল্লাহর মাজার। 

বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডা. মেজবাউল হক(বাচ্চু ডাক্তার), ডা. মঈন উদ্দিন আহমেদ(মন্টু ডাক্তার), ইলা মিত্র , রফিকুন নবী, ড. মনিরুজ্জামান মিয়া প্রমুখ।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : নওগাঁ

৩,৪৩৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত নওগাঁ জেলা। এই জেলার মোট জনসংখ্যা ২৩,৮৫,৯০০ জন। নওগাঁ জেলার মোট উপজেলা ১১ টি। এগুলো হলো: মহাদেবপুর, বদলগাছি, পত্নীতলা, ধামুরহাট, নিয়ামতপুর, মান্দা, আত্রাই, রানীনগর, নওগাঁ সদর, পোরশা এবং সাপাহার।

মোট পৌরসভার সংখ্যা ০৩ টি এবং ইউনিয়ন পরিষদ সংখ্যা ৯৯ টি। নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহ হলো: কুসুম্বা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, মহিসন্তোষ, ভীমের পান্টি, কাছারি বাড়ি, আলদা দিঘী, হলুদ বিহার, দুবলহাটি জমিদার বাড়ি। 
এই জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৈয়ব উদ্দিন আহমেদ, চৌধুরী মোজাফফর হোসাইন, আখতার আহমেদ সিদ্দিকী, মোঃ আব্দুল জলিল।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : নাটোর

১৮৯৬.০৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত বনলতা সেনের নাটোর জেলা। এই জেলার মোট জনসংখ্যা ১৭০৬৬৭৩ জন। মোট উপজেলা সংখ্যা ০৭ টি। এগুলো হলো: নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, লালপুর, গুরুদাসপুর এবং নলডাঙ্গা। 

মোট পৌরসভার সংখ্যা ০৮ টি। যথা: নাটোর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, বনপাড়া, গোপালপুর, বাগাতিপাড়া এবং নলডাঙ্গা। নাটোর জেলার মোট ইউনিয়ন সংখ্যা ৫২ টি। নাটোর জেলার দর্শনীয় স্থানসমূহ: নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন, পাটুল ইত্যাদি। 
নাটোর জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হযরত ঘাসি দেওয়ান, দেওয়ান সাগর, মহারাজা জগদিনেন্দ্রনাথ রায়, মহারানী ভবানী, কবি আহসান আলী, স্যার যদুনাথ সরকার, শরৎ কুমার রায়, এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার প্রমুখ।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : সিরাজগঞ্জ

২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সিরাজগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৯,৪৪,০৮০ জন। সিরাজগঞ্জ জেলার মোট উপজেলা০৯ টি। যথা: বেলকুচি, চোহালি, কামারখন্দ, কাজিপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া। পৌরসভা ০৬ টি এবং ইউনিয়ন ৮২ টি।

সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ হল: যমুনা বহুমুখী সেতু, মাখদুম শাহের মাজার, রবীন্দ্র কাচারী বাড়ি, যাদব চক্রবর্তী নিবাস, ইলিয়ট ব্রিজ, শাহজাদপুর মসজিদ, নবরত্ন মন্দির, ইকোপার্ক, বিটা, ছয় আনিপাড়া দুই গম্বুজ মসজিদ ইত্যাদি। 
এই জেলার প্রখ্যাত ব্যক্তিরা হলেন: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, নজিবর রহমান, যাদবচন্দ্র চক্রবর্তী, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, রজনীকান্ত সেন, আব্দুর রশিদ তর্কবাগীশ, ক্যাপ্টেন এম মনসুর আলী ফজলে লোহানি বাপ্পি লাহিড়ী সুচিত্রা সেন হৈমন্তী শুক্লা আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন গোলাম মকসুদ হিলালী প্রমুখ।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : জয়পুরহাট

৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগের সবচেয়ে ছোট জেলা। জয়পুরহাট জেলার মোট জনসংখ্যা৯,৫৬,৪৩০ জন। এই জেলার মোট উপজেলা সংখ্যা ৫ টি। যথা:পাঁচবিবি, আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল, জয়পুরহাট সদর।
মোট পৌরসভা ০৫ টি এবং ইউনিয়ন সংখ্যা ৩২ টি। জয়পুরহাট জেলার দর্শনীয় স্থানসমূহ আছরাঙ্গা দিঘী, নান্দাইল দিঘি, গোপীনাথপুর মন্দির, নিমাই পীরের মাজার, পাথরঘাটা, লাাকমা রাজবাড়ী, হিন্দাক কসবা শাহী জামে মসজিদ।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : পাবনা

২,৩৭১.৫০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পাবনা জেলা। এই জেলার মোট জনসংখ্যা ২২,৬০,৫৪০ জন। মোট উপজেলা সংখ্যা ০৯ টি। যথা:সুজানগর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, পাবনা সদর, বেড়া, আটঘরিয়া,চাটমোহর, সাথিয়া এবং ফরিদপুর। মোট পৌরসভা ০৯ টি এবং ইউনিয়ন সংখ্যা ৭৪ টি।

পাবনা জেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে ঈশ্বরদী রেলওয়ে জংশন, সুচিত্রা সেনের সংগ্রহশালা, চন্দ্রাবতীর ঘাট, খেতপাড়া জমিদার বাড়ি, গজনার বিল, চাটমোহর শাহী মসজিদ, জোড়া বাংলা মন্দির, তারাস জমিদার ভবন, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, পাবনা মানসিক হাসপাতাল, ভাড়ারা শাহী মসজিদ, লালন শাহ সেতু ইত্যাদি। 
পাবনা জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন এ কে খন্দকার, এবিএম আজিজুল ইসলাম, কামাল লোহানি, বন্দে আলী মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, সুচিত্রা সেন, স্যামসন এইচ চৌধুরী, প্রমথ চৌধুরী প্রমুখ।

রাজশাহী বিভাগের জেলা সমূহ : বগুড়া

২৯১৯ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বগুড়া জেলা। বগুড়া জেলার মোট জনসংখ্যা ৩৭,৩৪,৩০০ জন। বগুড়ার মোট উপজেলা সংখ্যা ১২ টি। এগুলো হলো: বগুড়া সদর, কাহালু, সারিয়াকান্দি, শাজাহানপুর, দুপচাঁচিয়া, আদমদিঘী, নন্দীগ্রাম, সোনাতলা, ধুনট, গাবতলী, শেরপুর, শিবগঞ্জ। 
মোট ইউনিয়ন সংখ্যা ১০৮ টি । বগুড়া জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল জিয়াউর রহমান, মোহাম্মদ আলী বগুড়া, প্রফুল্ল চাকী, খাদেমুল বাশার, আখতারুজ্জামান ইলিয়াস, এম আর আক্তার মুকুল, রোমেনা আফাজ প্রমুখ। 

বগুড়া জেলার দর্শনীয় স্থানসমূহ হলো: মহাস্থানগড়, লক্ষিন্দরের বাসর ঘর, ভাসু বিহার, ভীমের জঙ্গল, খেড়ুয়া মসজিদ, নবাব প্যালেস, নাজ গার্ডেন ইত্যাদি।

রাজশাহী বিভাগের জেলা সমূহ - রাজশাহী বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য :লেখক এর মতামত

প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে রাজশাহী বিভাগের জেলা সমূহ এবং রাজশাহী বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলাম। আশা করব আমাদের আজকের পোস্টটি থেকে অনেক নতুন তথ্য জানতে পারবেন।

এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

ইসলামিক ইনফো বাংলা