মুহাম্ম্দ(সাঃ)

bangla

হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম - রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি

প্রিয় পাঠক হযরত মুহাম্মদ সাঃ নামটি প্রত্যেক মুসলমানের কাছে একটি আবেগের নাম একটি ভালোবাসার নাম। আমরা সকলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ এর সন্তানদের নাম সম্পর্কে জানতে চাই। আমরা আজকে হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম , রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি সে সম্পর্কে আলোচনা করব।
হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম - রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি
আমাদের আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি , হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম এই সংক্রান্ত বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং এ সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন।

হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম - রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি

মহানবী (স.) অত্যন্ত সুখ-শান্তিতে পারিবারিক জীবন যাপন করছিলেন। হযরত খাদীজা (রা.) একজন অনুগত স্ত্রী হিসাবে নিজের স্বামীর সেবা-যত্ন করছিলেন। মহানবী (সা.)-এর সেবা-যত্ন ও আনুগত্যে যাতে এতটুকু ত্রুটি না হয় হযরত খাদীজা (রা.) তার জন্য আপ্রাণ চেষ্টা করতেন।

হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম

হযরত মুহাম্মদ সাঃ এর মোট ০৭ জন সন্তান ছিলেন। তারা হলেনঃ
  1. কাসেম
  2. আবদুল্লাহ
  3. হযরত যয়নব (রাঃ)
  4. হযরত উম্মে কুলসুম (রাঃ)
  5. হযরত রুকাইয়া (রাঃ)
  6. হযরত ফাতিমা (রাঃ)
  7. হযরত ইবরাহীম (রাঃ)

হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম : পুত্র সন্তানদের বর্ণনা

হযরত খাদীজা (রা.)-এর ঘরে মহানবী (সা.)-এর দুই পুত্র সন্তান কাসেম ও আবদুল্লাহ (তাইয়্যেব ও তাহের উভয়ের উপনাম) এবং চার কন্যা সন্তান যয়নাব (রাঃ), রুকাইয়া (রাঃ), উম্মে কুলসুম (রাঃ) ও ফাতিমা(রাঃ) জন্মগ্রহণ করেন। কাসেম ও আবদুল্লাহ সম্পর্কে শুধু এই জানা যায় যে, তারা আইয়‍্যামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগে শিশুকালে ইন্তেকাল করেন।

তাঁদের মৃত্যুতে পিতা-মাতা অত্যন্ত দুঃখ পান। বিশেষ করে মাতা হযরত খাদীজা (রা.) ছেলেদের মৃত্যুতে খুবই ব্যথিত হন। তাদের অসুস্থ অবস্থায় তিনি দেব-দেবীদের উদ্দেশ্যে বলতেন, তোমরা তাদের প্রতি কেন সদয় হচ্ছো না। কেন তোমরা আমাকে বিরহ-বেদনাবিধুর করতে চাচ্ছো। মহানবী (স.) তাঁর ছেলেদের মৃত্যুতে অত্যন্ত দুঃখ পান। তিনি তাঁদের ভুলতে পারছিলেন না।
হযরত খাদীজা (রা.)-এর চেহারায় সন্তানদের বিয়োগ ব্যথার চিহ্ন দেখলেই মহানবী (স.)-এর মনও দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠতো।সে যুগে আরব দেশে মেয়ে সন্তান হলে অনেকে জ্যান্ত কবর দিয়ে ফেলত। এরূপ পরিবেশে সহজে অনুমান করা যায় যে, কাসেম ও আবদুল্লাহ্ মৃত্যুতে মহানবী (স.) ও হযরত খাদীজা (র.) কিরূপ ব্যথিত হয়েছিলেন।

মহানবী (স.) ও হযরত খাদীজা (রা.)-এর অত্যন্ত ব্যথিত হওয়ার একটি স্পষ্ট প্রমাণ হল, হযরত যায়েদ ইবন হারেসার ঘটনা। হযরত যায়েদকে দাস হিসাবে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মহানবী (স.) হযরত খাদীজাকে (রা.) বললেন, একে কিনে নাও। স্বামীর অনুরোধে হযরত খাদীজা যায়েদকে কিনে নিলেন। এরপর মহানবী (স.) যায়েদকে মুক্ত করেন এবং নিজের পালক ছেলের মর্যাদা দান করেন।

তিনি মানুষের নিকট যায়েদ ইবনে হারেসার পরিবর্তে যায়েদ ইবন মুহাম্মদ সাঃ হিসাবে পরিচিয় দিতেন। ইসলামের আবির্ভাবের পর হযরত যায়েদ (রা.) মুহাম্মদ সাঃ-এর অন্যতম প্রিয়তম সাহাবী হিসাবে পরিগণিত হন।
অর্থ ও উচ্চারণ সহ পড়ুনঃ সূরা ইয়াসিন । সূরা আর-রহমান । সূরা হাশর । ১০ টি ছোট সূরা
ইসলামের আবির্ভাবের পর আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের মাধ্যমে কন্যা সন্তানদের জ্যান্ত কবর দেয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। মহানবী (স.) নিজেও কোন এক প্রসঙ্গে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই ঘোষণার দরুন ইসলামের নারীরা আরো উঁচু মর্যাদায় স্বীকৃত হয়।

মহানবী (স.) এর তৃতীয় পুত্র সন্তান ছিলেন হযরত ইবরাহীম। তিনি হযরত মারিয়া কিবতীয়া (রাঃ) এর গর্ভে জন্মগ্রহণ করেন। তিনিও শিশু অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতেও মুহাম্মদ সাঃ অত্যন্ত মর্মাহত হন। ছেলে সন্তানদের ইন্তোকালে মহানবী (স.)-এর অত্যন্ত দুঃখিত ও ব্যথিত হওয়ার ব্যাপারটি একটি স্বীকৃত বিষয়। তিনটি ঘটনায় মহানবীর (স.) জীবনে খুবই প্রতিক্রিয়া দেখা দেয়।
তিনি এও দেখেছেন যে, প্রাক-ইসলামী যুগে কাসেম ও আবদুল্লাহ অসুস্থতার দিনগুলোতে হযরত খাদীজা (রা.) সন্তানদের আরোগ্য কামনা করে দেবতার উদ্দেশ্যে একাধিক বলিদান করেছেন। কিন্তু তাতে কোন উপকার হয়নি। এসব মানত ও বলি দেয়া সত্ত্বে সন্তানদের বাঁচানো সম্ভব হয়নি। দেবতারা সন্তানদের জীবন রক্ষা করতে পারেনি। এসব ঘটনায় অসারতা মহানবী (স.)-এর সুষ্ঠু চিন্তাশক্তিকে আরো সুদৃঢ় করে তোলে।

হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম : কন্যা সন্তানদের বর্ণনা

মহানবী (স.) বংশ মর্যাদার দিক থেকে সমপর্যায়ের পরিবারের পাত্রদের নিকট তাঁর কন্যাদের বিয়ে দেন। হযরত যয়নব ছিলেন কন্যাদের মধ্যে সবার বড়। আবুল হাস ইব্‌ন রবীর সাথে হযরত যয়নবের বিয়ে হয়। আবুল আস ছিলেন হযরত খাদীজার বোনের ছেলে। সফল ব্যবসায়ী ও ধনী হিসাবে তিনি নিজ গোত্রে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। সব দিক থেকে এই সম্বন্ধ উপযুক্ত ছিল। কিন্তু ইসলামের আবির্ভাবের পর হযরত যয়নব মদীনায় হিজরত করার ইচ্ছা করেন। তাতে উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়।
হযরত রুকাইয়ার বিয়ে উতবার সাথে এবং উম্মে কুলসুমের বিয়ে হয় উতায়বার সাথে। তারা উভয়ে ছিল আবূ লাহাবের ছেলে। ইসলামের আবির্ভাবের পর আবু লাহাব তার ছেলেদের তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করে। শেষ পর্যন্ত আবু লাহাবের ইচ্ছাই কার্যকরী হয়। তালাক দেয়ার পর হযরত উসমান প্রথমে হযরত রুকাইয়াকে বিয়ে করেন। তাঁর ইন্তেকালের পর তিনি হযরত উম্মে কুলসুমকে বিয়ে করেন।

কন্যদের মধ্যে হযরত ফাতিমা সবার ছোট ছিলেন। ইসলামের আবির্ভাবের পর হযরত আলীর সাথে তাঁর বিয়ে হয়। হযরত ফাতিমা ছিলেন ইমাম হাসান রাঃ ও ইমাম হুসাইন রাঃ এর মা। নবী সাঃ এর জীবন দশায় যয়নাব (রাঃ), রুকাইয়া (রাঃ), উম্মে কুলসুম (রাঃ) ইন্তেকাল করেন এবং নবী সাঃ এর মৃত্যুর মাত্র ০৬ মাস পর হযরত ফাতিমা (রাঃ) ইন্তেকাল করেন।

রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি

রাসুল সাঃ এর পালক পুত্রের নাম হযরত যায়েদ ইবন হারিসা রাঃ। নবী সাঃ এর পুত্র কাসিম ও আব্দুল্লাহ ইন্তেকালের পর হযরত যায়েদকে দাস হিসাবে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মহানবী (স.) হযরত খাদীজাকে (রা.) বললেন, একে কিনে নাও। স্বামীর অনুরোধে হযরত খাদীজা যায়েদকে কিনে নিলেন। এরপর মহানবী (স.) যায়েদকে মুক্ত করেন এবং নিজের পালক ছেলের মর্যাদা দান করেন।
তিনি মানুষের নিকট যায়েদ ইবনে হারেসার পরিবর্তে যায়েদ ইবন মুহাম্মদ হিসাবে পরিচিয় দিতেন। ইসলামের আবির্ভাবের পর হযরত যায়েদ (রাঃ) মুহাম্মদ সাঃ-এর অন্যতম প্রিয়তম সাহাবী হিসাবে পরিগণিত হন। তিনি মুতার যুদ্ধে শাহাদৎ বরণ করেন। বিখ্যাত সেনাপতি উসামা ইবনে যায়েদ (রাঃ) তার সন্তান।

হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম - রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি : লেখকের মতামত

আমরা আজকে হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম , পুত্র সন্তানদের বর্ণনা, কন্যা সন্তানদের বর্ণনা রাসুল সাঃ এর পালক পুত্রের নাম কি সে সম্পর্কে ‍ বিস্তারিত আলোচনা করলাম।

এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।
Previous Post
No Comment
Add Comment
comment url

‍বিজ্ঞাপন

Google

abcd

ক্যরিয়ার

ইসলামিক ইনফো বাংলা

আমাদের ফেসবুক পেইজ