কবর জিয়ারতের দোয়া | কবর জিয়ারত করার নিয়ম

প্রিয় পাঠক আমাদের বাবা-মা আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশী অনেকেই আজ অন্ধকার কবরের বাসিন্দা। আমরা অনেকেই নিয়মিত কবর জিয়ারত করি। কিন্তু আমরা কবর জিয়ারত করার নিয়ম, কবর জিয়ারতের দোয়া এবং মা বাবার কবর জিয়ারত করার নিয়ম জানি না ।
কবর জিয়ারতের দোয়া | কবর জিয়ারত করার নিয়ম
সেজন্য আজকে আমরা আপনাদের সামনে আমরা কবর জিয়ারত করার নিয়ম , কবর জিয়ারতের দোয়া এবং মা বাবার কবর জিয়ারত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

কবর জিয়ারত করার নিয়ম । কবর জিয়ারতের দোয়া

মৃত্যু আমাদের সকলের জন্য চিরসত্য একটি। বিষয় প্রায় প্রতিদিনই আমরা একাধিক মৃত্যুর সংবাদ শুনে থাকি মৃত্যুর সংবাদ শুনলে এই দোয়াটি পড়তে হয়: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার অর্থ: আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাবো।

কবর জিয়ারত করার নিয়ম

সহি মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ আছে , আমাদের প্রিয় নবী সা. প্রথমে তার সাহাবাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন , পরবর্তীতে তিনি তার সাহাবাদের কবর জিয়ারতের নির্দেশ দেন এবং বলেন তোমরা কবর জিয়ারত কর যাতে ওই জিয়ারত তোমাদের পরকালের চিন্তা স্মরণ করিয়ে দেয়।

কবরস্থানে প্রবেশের সময় মৃত ব্যক্তিদের জন্য সালাম ও দুআ করা সুন্ন। সালাম ও দুআ হচ্ছেঃ
আসালা-মু আলইকুম হলাদ দিয়া-রি মিনাল মু'মিনীন, অইন্না ইনশাআল্লা-হু বিকুম লালা-হিন, আসআলুল্লা-হা লানা আলাকুমুল আ-ফিয়াহ।
অর্থঃ তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, হে কবরবাসী মুমিনগণ! আল্লাহ চাইলে আমরা তোমাদের সহিত মিলিত হব। আমি আমাদের এবং তোমাদের জন্য আযাব হতে নিরাপত্তা কামনা করি। (মুসলিম)

কবর জিয়ারতের সময় যে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন

  1. কবরের উপর ফুল/ ফুলের তোড়া / পুষ্পস্তবক না রাখা ।
  2. কবরের উপর ইমারত নির্মাণ না করা।
  3. কবরের উপর পাকা করা কিংবা রং না করা । হাদীসে এ বিষয়ে বলা হয়েছেঃ নবী (সা.) কবরকে পাকা করতে এবং চুনকাম করতে এবং তার উপর ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন।
  4. কবর চেনার জন্য বিঘত পরিমাণ উচু পাথর সামনের দিকে রাখাই যথেষ্ট।
  5. কবরের উপর বসা , তার উপর চলা এবং কবরের দিকে মুখ করে নামাজ পড়া জায়েজ নয়। রসূল (সা.) বলেন, তোমরা কবরের দিকে মুখ করে নামায পড়ো না এবং তার উপর বসো না। (মুসলিম)
  6. কববাসীর নৈকট্যলাভের উদ্দেশ্যে কবরের তওয়াফ না করা।
  7. মৃতব্যক্তির নিকট হতে কোন কিছু চাওয়া বা তার সাহায্য প্রার্থনা করা সম্পূর্ণ হারাম ।

কবর জিয়ারতের দোয়া

আসসালামু 'আলাইকুম ইয়া আহলাল কুবূরি মিনাল মুসলিমীনা ওয়াল মু'মিনীনা। আনতুম লানা সালাফুওঁ ওয়া নাহনু লাকুম তাবা উওঁ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা-হিকূনা ইয়ারহামুল্লাহুল মুসতাকদিমীনা মিনহা। ওয়াল মুসতা'খিরীন নাসআলুল্লাহা লানা ওয়ালাকুম ওয়া ইয়ারহামুল্লাহু ওয়া ইয়াকুম আমীন ।

অর্থ : হে কবরে শায়িত মুমিন মুসলমানগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক ও আল্লাহ তা'আলা তোমাদেরকে ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বে গমন করেছ আমরাও তোমাদের অনুসরণ করছি। নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করছি যেন তিনি আমাদের পূর্বে ও পরে প্রস্থানকারী ব্যক্তিদের এবং আমাদের ও তোমাদের ওপর তাঁর দয়া ও অনুগ্রহ বর্ষিত করেন।

মা বাবার কবর জিয়ারত করার নিয়ম

মা বাবার কবরে প্রবেশের পর সালাম ও দুআ করবেনঃ
আসালা-মু আলইকুম আহলাদ দিয়া-রি মিনাল মু'মিনীন, অইন্না ইনশাআল্লা-হু বিকুম লালা-হিন, আসআলুল্লা-হা লানা আলাকুমুল আ-ফিয়াহ।

অর্থঃ তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, হে কবরবাসী মুমিনগণ! আল্লাহ চাইলে আমরা তোমাদের সহিত মিলিত হব। আমি আমাদের এবং তোমাদের জন্য আযাব হতে নিরাপত্তা কামনা করি।
এরপর কবর জিয়ারতের দোয়া টি পড়বেনঃ
আসসালামু 'আলাইকুম ইয়া আহলাল কুবূরি মিনাল মুসলিমীনা ওয়াল মু'মিনীনা। আনতুম লানা সালাফুওঁ ওয়া নাহনু লাকুম তাবা উওঁ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা-হিকূনা ইয়ারহামুল্লাহুল মুসতাকদিমীনা মিনহা। ওয়াল মুসতা'খিরীন নাসআলুল্লাহা লানা ওয়ালাকুম ওয়া ইয়ারহামুল্লাহু ওয়া ইয়াকুম আমীন ।

অর্থ : হে কবরে শায়িত মুমিন মুসলমানগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক ও আল্লাহ তা'আলা তোমাদেরকে ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বে গমন করেছ আমরাও তোমাদের অনুসরণ করছি। নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করছি যেন তিনি আমাদের পূর্বে ও পরে প্রস্থানকারী ব্যক্তিদের এবং আমাদের ও তোমাদের ওপর তাঁর দয়া ও অনুগ্রহ বর্ষিত করেন।
এরপর নিচের সূরা এবং দোয়াগুলো পড়বেনঃ
  • রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। অর্থঃ হে আমার রব! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, সহকারে শৈশবে আমাকে লালন-পালন করেছিলেন।
  • বিসমিল্লাহসহ সূরা ফাতিহা একবার
  • বিসমিল্লাহসহ সূরা তাকাছুর (আলহাকুমুত্তাকাসুর...) একবার,
  • বিসমিল্লাহসহ সূরা কুরাইশ (লিঈলাফি কুরাইশ..) একবার,
  • বিসমিল্লাহসহ সূরা ইখলাস (কুলহু ওয়াল্লাহু আহাদ...) তিনবার,
  • বিসমিল্লাহসহ সূরা ফালাক্ব (কুল আ'ঊযু বিরাব্বিল ফালাক্ক...) একবার,
  • বিসমিল্লাহসহ সূরা নাস (কুল আ'ঊযুবি রাব্বিন্নাস...) একবার,
  • আয়াতুল কুরসী একবার,
  • দরুদ শরীফ একবার
  • আসতাগফিরুল্লাহ দশবার
  • অন্যান্য সূরা কেরাত ও দোয়া পাঠ করবেন।

কবর জিয়ারত করার নিয়ম । কবর জিয়ারতের দোয়া : লেখক এর মতামত

প্রিয় পাঠক আকে আমরা আপনাদের সামনে কবর জিয়ারত করার নিয়ম , কবর জিয়ারতের দোয়া এবং মা বাবার কবর জিয়ারত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

এ সংক্রান্ত আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুব দ্রুত আমরা আপনাদের প্রশ্ন এবং মতামতের উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।।ধন্যবাদ।।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

ইসলামিক ইনফো বাংলা