চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন - সারা গায়ে চুলকানি ঔষধ
প্রিয় পাঠক চুলকানি একটি সাধারণ বিষয় আমাদের সকলের জন্য। আমরা অনেকেই বিভিন্ন
সময় বিভিন্ন কারণে এই শারীরিক সমস্যায় আক্রান্ত হই। চলুন আজকে আপনারা চুলকানি
সম্পর্কে বিস্তারিত , সারা গায়ে চুলকানি ঔষধ এবং চুলকানি দূর করার সহজ উপায় জেনে
নিন ।
আমরা যদি সাধারণ কিছু নিয়ম মেনে চলি তাহলে খুব সহজেই চুলকানি থেকে দূরে থাকতে
পারবো। প্রাথমিকভাবেই যদি চুলকানি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে
পরবর্তীতে তার জটিল আকার ধারণ করে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা
রয়েছে। তাই এখনই আপনি চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন ।
চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন । সারা গায়ে চুলকানি ঔষধ
প্রিয় পাঠক সারা গায়ে চুলকানি ঔষধ সম্পর্কে জানার পূর্বে চলুন আমরা জেনে নেই
চুলকানি কেন হয় সে সম্পর্কে কিছু তথ্য।
চুলকানি কেন হয়?
চুলকানি হওয়ার নির্দিষ্ট কোন কারণ নেই তবে মূলত কয়েকটি কারণে অধিকাংশ সময়
চুলকানি হয়ে থাকে। এগুলো হলোঃ
- এলার্জি
- নিম্নমানের জীবনমান
- পোকামাকড়ের কামড়
- সূর্যের ক্ষতিকর রশ্মি
- রক্তজনিত বিভিন্ন কারণ
- বিভিন্ন সংক্রমণ
- পরিবেশগত কারণ
- থাইরয়েড রোগ
- বার্ধক্য
- জিনগত বৈশিষ্ট্য
- অধিকাংশ ক্ষেত্রেই চুলকানি অন্যান্য বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়।
চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন
চুলকানি দূর করা খুবই সহজ এবং সাধারণ একটি বিষয়। আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন
তাহলে খুব সহজেই চুলকানি দূর করতে পারবেন। চলুন এবার চুলকানি দূর করার সহজ উপায়
জেনে নিন :
- পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
- নিয়মিত ত্বকের যত্ন নেওয়া
- অলিভ অয়েল বা কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহার করা
- অ্যালার্জি জাতীয় দ্রব্যাদি এড়িয়ে চলা
- সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
- রঙিন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ব্যবহার করবেন না।
- সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার থেকে বিরত থাকুন।
- প্রয়োজন ছাড়া ফেমিনিন হাইজিন স্প্রে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না।
- ঘেমে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ভেজা অন্তর্বাস পাল্টে নেবেন।
- সব সময় সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস পরুন।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।
- ওজন কমান।
- নিয়মিত গোসল করুন।
- অন্তর্বাস নিয়মিত রোদে শুকাতে হবে, যাতে ব্যাকটেরিয়ামুক্ত হয়।
- সুইমিংপুলে সাঁতার কাটলে ক্লোরিনের কারণেও চুলকানি হতে পারে। তাই পুল থেকে উঠে ভালো করে গোসল করতে হবে।
- যাঁরা এ সমস্যায় প্রতিনিয়ত ভোগেন, তাঁদের অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে।
চুলকানি দূর করার ঘরোয়া উপায়
ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহারের কথা সবারই জানা । চুলকানি প্রতিকারেও
অ্যালোভেরার জুড়ি নেই। ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে একটি তাজা
অ্যালোভেরা পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখুন। চুলকানি কমে যাবে কিছুক্ষণের
মধ্যেই।
বেকিং সোডা ত্বকের পিএইচ ভারসাম্যহীনতাকে মোকাবেলা করতে পারে এবং আপনার ত্বকের
অ্যালার্জি কমিয়ে চুলকানি প্রতিরোধে সহায়তা করে।
লেবুর রসে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের চুলকানি কমিয়ে দিতে সহায়তা
করে। চুলকানির প্রতিকার পাওয়ার জন্য লেবুর রস ব্যবহার করাও খুব সহজ। ত্বকের যে
স্থানে চুলকানি হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন। চুলকানি কমে যাবে
কিছুক্ষণের মধ্যেই।
তুলসী পাতায় আছে ইউজেনল যা একটি অ্যান্সথেটিক উপাদান। এক মগ ফুটন্ত পানিতে
১৫/২০টি তুলসী পাতা জাল দিয়ে নির্যাস বের করে নিন। এরপর হালকা গরম থাকা অবস্থাতেই
চুলকানির স্থানে লাগিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম অনুভূত হবে।
সারা গায়ে চুলকানি ঔষধ : চুলকানি দূর করার ক্রিম
- Licerin Cream - Drug Internatonal Ltd.
- Fungidal HC Cream - Square Pharmaceuticals PLC
- Betameson Cl cream - Square Pharmaceuticals PLC
- Fungin Cream - Ibn Sina Pharmaceuticals Ltd.
- Pevisone cream - Synovia Pharma PLC.
- Fungin B cream - Ibn Sina Pharmaceuticals Ltd.
সারা গায়ে চুলকানি ঔষধ : চুলকানি দূর করার ঔষধের নাম
- Artica Tablet - ACI Limited
- Flugal 50 Tablet - Square Pharmaceuticals PLC
- Alennl - Eskayef Pharmaceuticals
- Roxyzin Tablet - Incepta Pharmaceuticals Ltd.
- Urtizin Tablet - Unimed Unihealth Pharmaceuticals Ltd.
সারা গায়ে চুলকানি ঔষধ : বিশেষ দ্রষ্টব্য
প্রিয় পাঠক সারা গায়ে চুলকানির ঔষধ হিসেবে আপনি যেই ঔষধ কিংবা
ক্রিইমই ব্যবহার করেন না কেন মনে রাখবেন আমাদের ত্বক
খুবই স্পর্শকাতর একটি অংশ তাই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে
পরামর্শ করে তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ এবং ক্রিম ব্যবহার
করুন। এতে আপনি যেরকম খুব দ্রুত সুস্থ হবেন ঠিক একইভাবে তা আপনার ত্বকের
উপরও ক্ষতিকর প্রভাব ফেলবে না।
চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন । সারা গায়ে চুলকানি ঔষধ : লেখক এর মতামত
প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে সারা গায়ে চুলকানি ঔষধ এবং চুলকানি দূর করার
সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করবো আমাদের পোস্টটি পড়ে আপনি
চুলকানি সংক্রান্ত আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।।
এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট
করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি
ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।