এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ - বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট

প্রিয় পাঠক এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।অনেকেরই পরীক্ষার ফলাফল নিয়ে কিছুটা হতাশার কাজ করে, আবার অনেকেই দুই একটা বিষয়ে খারাপ ফলাফল করে থাকেন। সেজন্য প্রয়োজন হয় এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ জানার।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম -  বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট
আজকে আমরা আপনাদের সামনে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩  এবং বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ - বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ জানার আগে চলুন আমরা জেনে আসি দুটি ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ গ্রহণযোগ্যঃ
  • কোনো বিষয়ে গ্রেড উন্নয়নের জন্য
  • কোন বিষয়ে ফেল করলে পুনরায় পুনঃনিরীক্ষণের জন্য।
বোর্ড চ্যালেঞ্জের পর বোর্ড কর্তৃপক্ষ আপনার খাতাটি পুনরায় সম্পূর্ণ দেখবেন না তারা শুধুমাত্র আপনি প্রতিটি প্রশ্নের কত নাম্বার পেয়েছেন সেটি পুনরায় যোগ করে দেখবেন। যোগে যদি আপনার নাম্বার বৃদ্ধি পায় তাহলে আপনার রেজাল্ট পরিবর্তিত হবে। 
এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, বোর্ড চ্যালেঞ্জের ফলে আপনার নাম্বার কমে যাওয়ার কোন সম্ভাবনা নেই। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল হিসেবে আপনার নাম্বার বাড়লে বাড়তে পারে কিন্তু কমার কোন ধরনের সম্ভাবনা নেই।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ : বিষয় কোড সমূহ

বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ক্ষেত্রে ১ম পত্র এবং ২য় পত্র পৃথকভাবে গণনা না হয়ে দুটি  পত্র মিলে একটি বিষয় গণনা করা হয়। অর্থাৎ কেউ যদি ইংরেজি দ্বিতীয় পত্রের বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে বিষয় কোড এর স্থানে ইংরেজি প্রথম পত্রের কোড ১০৭ দিয়ে আবেদন করতে হবে। নিচে সকল বিষয়ের বিষয় কোড সমূহ উল্লেখ করা হলোঃ
  1. বাংলা - ১০১
  2. ইংরেজি - ১০৭
  3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ২৭৫
  4. পদার্থ বিজ্ঞান - ১৭৪
  5. রসায়ন - ১৭৬
  6. জীব বিজ্ঞান - ১৭৮
  7. উচ্চতর গণিত - ২৬৫
  8. ইতিহাস - ৩০৪
  9. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - ২৬৭
  10. পৌরনীতি ও সুশাসন – ২৬৯
  11. অর্থনীতি - ১০৯
  12. যুক্তিবিদ্যা - ১২১
  13. সমাজ বিজ্ঞান - ১১৭
  14. সমাজ কর্ম - ২৭২
  15. ভূগোল - ১২৫
  16. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ২৭৭
  17. হিসাব বিজ্ঞান – ২৫৩
  18. ফিনান্স , ব্যাংকিং ও বীমা – ২৯২
  19. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন -২৮৬
  20. ইসলাম শিক্ষা - ২৪৯
  21. শিশুর বিকাশ - ২৯৮
  22. কৃষি শিক্ষা - ২৪০
  23. মনোবিজ্ঞান - ১২৩
  24. পরিসংখ্যান - ১২৯
  25. মৃত্তিকা বিজ্ঞান - ২৮৮
  26. গার্হস্থ্য বিজ্ঞান – ২৭৩
  27. চারু ও কারুকলা - ২২৫
  28. শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ - ২৮৪

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ : এসএমএস পাঠানোর পদ্ধতি

বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমেই আপনাকে একটি সচল টেলিটক সিম নিতে হবে এরপর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: 

RSC<Space> শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<Space> আপনার পরীক্ষার রোল<Space>Subject code। এরপর তা সেন্ড করুন 16222 নাম্বারে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ : ঢাকা বোর্ড

RSC <Space> DHA <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড করুন 16222 নাম্বারে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ : রাজশাহী বোর্ড

RSC <Space> RAJ <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড করুন 16222 নাম্বারে।

একইভাবে অন্যান্য বোর্ডের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ হলো:

রংপুর শিক্ষা বোর্ড : RSC <Space> RAN<Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
কুমিল্লা শিক্ষা বোর্ড : RSC <Space> COM <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
বরিশাল শিক্ষা বোর্ড : RSC <Space> BAR <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
দিনাজপুর শিক্ষা বোর্ড: RSC <Space> DIN <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
যশোর শিক্ষা বোর্ড : RSC <Space> JESJ <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
সিলেট শিক্ষা বোর্ড : RSC <Space> SYL <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
খুলনা শিক্ষা বোর্ড: RSC <Space> KHU <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
চট্টগ্রাম শিক্ষা বোর্ড: RSC <Space> CHA<Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
মাদ্রাসা শিক্ষা বোর্ড: RSC <Space> MAD <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222
কারিগরি শিক্ষা বোর্ড: RSC <Space> RAJ <Space>ROLL<Space> Subject code এবং সেন্ড 16222

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ : আবেদন ফি

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রতিপত্রের আবেদন ফি ১৫০ টাকা। অর্থাৎ প্রতি বিষয়ে আবেদনের জন্য একজন পরীক্ষার্থীর খরচ হবে ৩০০ টাকা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে বিষয়ের জন্য আবেদন করবেন সেটি যদি দুই পত্রের হয় তাহলে একবার আবেদন করলে দুইপত্রের আবেদন করা হয়ে যাবে। 
মনে করুন আপনি বাংলা দ্বিতীয় পত্র ৭৫ পেয়েছেন। এবং বাংলা প্রথম পত্রে পেয়েছেন ৮৫ নম্বর। এখন আপনি বাংলা দ্বিতীয় পত্রের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। সে ক্ষেত্রে আপনাকে আবেদনের সময় দুই পত্রেরই আবেদন ফি অর্থাৎ ৩০০ টাকা প্রদান করতে হবে প্রদান করতে হবে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ : আবেদনের সময়সীমা

বোর্ড চ্যালেঞ্জের জন্য ফলাফল প্রকাশের পরের দিন অর্থাৎ আগামী ২৭/১১/২০২৩ ৩ তারিখ হতে ০৩/১২/২০২৩ ৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট

সাধারণত বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা শেষ হওয়ার ১৫ দিন থেকে এক মাসের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট প্রকাশিত হয়। বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট এইচ এস সি রেজাল্ট ২০২৩ যেভাবে দেখেছেন ঠিক একইভাবে এসএমএস এর মাধ্যমে দেখা যাবে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ - বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট : লেখক এর মতামত

প্রিয় পাঠক আজকে আমরা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ এবং বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট নিয়ে আলোচনা করলাম। আশা করব আমাদের আলোচনাটি মনোযোগ দিয়ে পড়ে আপনি ঘরে বসে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারবেন।

এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।
Next Post Previous Post
2 Comments
  • Md Sojib Ahmed
    Md Sojib Ahmed ২৬ নভেম্বর, ২০২৩ এ ১:২১ PM

    বায়োলজি এবং ইংরেজি ২ টা বিষয়ে ফেল করেছি আমি কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো। বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্টের কি কোন পরিবর্তন হওয়া সম্ভব না আছে একটু জানাবেন প্লিজ।

    • RKO
      RKO ২৬ নভেম্বর, ২০২৩ এ ২:৪০ PM

      আমরা যে পদ্ধতি বলেছি সেভাবে করুন। আপনার যেহেতু ২ বিষয় সে জন্য দুইটি সাবজেক্ট কোড এর মাঝে, (কমা) ব্যবহার করেন তাহলেই হবে।
      বাকি পদ্ধতি আগের মতই।

      রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভবমনা খুবই কম তার পরও চেষ্টা করা যায়।

Add Comment
comment url

ইসলামিক ইনফো বাংলা

আমাদের ফেসবুক পেইজ